News

25, November 2022



আবুল খায়ের গ্রুপের আর্থিক পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৪১ তম জাতীয় মহিলা দাবা চ্যাম্পিয়নশিপ-২০২২ অষ্টম রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ আনসারের আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ ও বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ৬ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। পাঁচ পয়েন্ট করে নিয়ে মানিকগঞ্জের মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, বাংলাদেশ নৌবাহিনীর ওয়াদিফা আহমেদ ও বাংলাদেশ পুলিশের নুশরাত জাহান আলো মিলিতভাবে ভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

সাড়ে চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর কাজী জারিন তাসনিম তৃতীয় স্থানে রয়েছেন। চার পয়েন্ট করে নিয়ে এদের পরেই রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ, ঢাকার ওয়ারসিয়া খুশবু ও তাসনিয়া তারান্নুম অর্পা। অষ্টম রাউন্ডের খেলা আজ (শুক্রবার) বাংলাদেশ বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। অষ্টম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ জারিনের সাথে ড্র করেন। আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতিতে খেলে ৬০ চালের মাথায় ড্র করেন। মহিলা ফিদে মাস্টার নোশিন রাজশাহীর সাবিহা মারজানাকে পরাজিত করেন। মহিলা ফিদে মাস্টার নোশিন কালো ঘুঁটি নিয়ে সাবিহার কিং পন ওপেনিং পদ্ধতির বিরুদ্ধে খেলে ৬২ চালে জয়ী হন। মহিলা ফিদে মাস্টার ইভা মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজার সাথে ড্র করেন। মহিলা ফিদে মাস্টার ইভা সাদা ঘুঁটি নিয়ে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজার ডাচ ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ৩৮ চালে ড্র করেন। আলো বগুড়ার উম্মে তাসলিমা প্রতিভা তালুকদারকে পরাজিত করেন। আলো কালো ঘুঁটি নিয়ে কুইন’স পন ওপেনিংয়ের লন্ডন একসেলেরেটেড পদ্ধতির বিরুদ্ধে খেলে ৬৫ চালে প্রতিভার বিরুদ্ধে জয়ী হন। ওয়াদিফা এ রাউন্ডে অর্পার কাছে হেরে যায়।

অর্পা কালো ঘুঁটি নিয়ে ক্যারো-কান ডিফেন্স অবলম্বন করেন এবং এ্যাডভান্স বিশ্লেষন ধারার খেলায় ৫১ চালে ওয়াদিফাকে পরাজিত করেন। গতবারের মহিলা চ্যাম্পিয়ন মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাত খুশবু’র সাথে ড্র করেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাত কালো ঘুঁটি নিয়ে ক্যারো-কান ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে এ্যাডভান্স বিশ্লেষণ ধারার খেলায় ৬৪ চালে খুশবু’র সাথে ড্র করেন। নবম রাউন্ডের খেলা আগামীকাল (শনিবার) বিকাল ৩-১৫ (সোয়া তিন) টা হতে একই স্থানে শুরু হবে। নবম রাউন্ডে আলো মহিলা ফিদে মাস্টার ইভার সাথে, অর্পা প্রতিভার সাথে, মহিলা ফিদে মাস্টার নোশিন ওয়াদিফার সাথে, ক্যান্ডিডেট মাস্টার জান্নাত সাবিহার সাথে, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ খুশবুর সাথে এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা জারিনের সাথে খেলবেন।