News

30, September 2021


আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ভারতের আন্তর্জাতিক মাস্টার অরন্যক ঘোষ বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠানরত ইয়ার লং ১ম গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে দুই খেলায় পূর্ণ ২ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। আজ (বৃহস্পতিবার) হতে বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মিডিয়া সেন্টারের অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার ফাহাদ আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে ও অরন্যক ভারতের গ্র্যান্ড ম্সাটার দীপ সেনগুপ্তকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স অবলম্বন করে আন্তর্জাতিক মাস্টার শাকিলের সেভেনইঞ্জিন পদ্ধতির বিরুদ্ধে খেলে ২৫ চালে জয়ী হন। আন্তর্জাতিক মাস্টার অরন্যক কালো ঘুঁটি নিয়ে ক্যারো-কান ডিফেন্স অবলম্বন করে খেলে ৫৮ চালে গ্র্যান্ড মাস্টার দীপের বিরুদ্ধে জয়ী হন। বেলজিয়ামের গ্র্যান্ড মাস্টার ভাদিম মালাকাতকো ফিদে মাস্টার সুব্রত বিশ^াসকে ও ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার আলেকজান্ডার যুবারেভ আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিনকে পরাজিত করেন। ভারতের আন্তর্জাতিক নীলাস সাহা নিজ দেশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখকে পরাজিত করেন।


ইয়ার লং ১ম আন্তর্জাতিক মাস্টারস দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও ভারতের সৌরথ চ্যাটার্জী দুই খেলায় পূর্ণ ২ পয়েন্ট করে নিয়ে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। দেড় পয়েন্ট করে নিয়ে ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী ও চেক রিপাবলিকের গ্র্যান্ড মাস্টার আলেক্সি কিসলিনিস্কাই যুগ্মভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। এ রাউন্ডের খেলায় ক্যান্ডিডেট মাস্টার তাহসিন ফিদে মাস্টার মোহদী হাসান পরাগকে ও সৌরথ ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমানকে পরাজিত করেন। ক্যান্ডিডেট মাস্টার তাহসিন কালো ঘুঁটি নিয়ে ক্যারো-কান ডিফেন্স অবলম্বন করে ফিদে মাস্টার পরাগের এডভান্স বিশ্লেষণ ধারার বিরুদ্ধে খেলে ৫৬ চালে জয়ী হন। সৌরথ কালো ঘুঁটি নিয়ে কিংস ইন্ডিয়ান ডিফেন্স অবলম্বন করে ৩৬ চালে ফিদে মাস্টার তৈয়বের বিরুদ্ধে ৩৬ চালে জয়ী হন। ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী পাকিস্তানের আন্তর্জাতিক মাস্টার মাহমুদ লোদীর সাথে ড্র করেন। ফিদে মাস্টার দেবরাজ সাদা ঘুঁটি নিয়ে আন্তর্জাতিক মাস্টার লোদীর কিংস ইন্ডিয়ান ডিফেন্সের বিরুদ্ধে খেলে ৪৯ চালের মাথায় ড্র করেন। ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় কিরগিজস্তানের আন্তর্জাতিক মাস্টার আসিল আবদিজাবরের সাথে ড্র করেন এবং ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ চেক রিপাবলিকের গ্র্যান্ড মাস্টার কিসলিনিস্কাইয়ের কাছে হেরে যান।

আন্তর্জাতিক মাস্টারস দাবা ইভেন্টে তৃতীয় রাউন্ডের খেলা আগামীকাল (শুক্রবার) সকাল ১০-৩০ (সাড়ে দশ) টা হতে এবং গ্র্যান্ড মাস্টারস ইভেন্টের তৃতীয় রাউন্ডের খেলা বেলা ৩-০০ (তিন) টা হতে একই স্থানে শুরু হবে।  
মিডিয়া কমিটি
বাংলাদেশ দাবা ফেডারেশন

IM Mohammad Fahad Rahman and IM Aronyk Ghosh of India are jointly lead in the points table with maximum 2 points each after 2nd round games of the Year Long 1st GM Chess Tournament organised by Bangladesh Chess Federation is now being held at the media center of Bangladesh Olympic Association. 2nd round games were held today (Thursday). In the 2nd round IM Mohammad Fahad Rahman beat IM Abu Sufian Shakil. IM Fahad played with black pieces to chosen the Sicilian Defense and continued to the Scheveninge system and won after 25 moves. IM Arnoyk beat GM Deep Sengupta of India. IM Aronyk played with black pieces with Caro-Kann Defense and continued against Advance Variation of GM Deep and won after 58 moves.   GM Vadim Malakhatko of Belgium beat FM Subrota Biswas, GM Alexander Zubarev of Ukraine beat IM Mohammad Minhaz Uddin and IM Neelash Saha of India won against IM Mohammad Nuabirshah Shaikh of India.  CM Tahsin Tajwar Zia and Sourth Biswas are jointly leads in the points table after 2nd round games of the Year Long 1st IM Chess Tournament. FM Debaraj Chatterjee and GM Alexey Kislinisky of Czech Republic are jointly in the 2nd position with 1½ points each. In the 2nd round games: CM Tahsin beat FM Mehdi Hasan Parag. CM Tahsin played with black pieces with Caro-Kann Defense and continued to the Advance Variation of FM Parag, CM Tahsin won after 56 moves. Sourath Biswsas beat FM Md Taibur Rahman, Sourath played with black pieces with King’s Indian Defense and won against FM Taibur after 36 moves. FM Debaraj drew with IM Mahmood Lodhi of Pakistan. FM Debaraj playedc with white pieces against King’s Indian Defense of IM Lodhi and game ended drew at 49 moves. GM Kislinisky beat FM Sheikh Nasir Ahmed and CM Manon Reja Neer drew with IM Asyl Abdyjapar of Kyrgyzstan. 3rd round games of the IM Event will start tomorrow (Friday) from morning 10:30 AM and 3rd  games of the GM event will start on tomorrow (Friday) from 3:00 PM at the same venue.
Media Committee
Bangladesh Chess Federation