News

26, October 2021



জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর জন্মবার্ষিকী উৎযাপন উপলক্ষে সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে শেখ রাসেল আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ডের খেলা শেষে আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার রাসুলভ ভুগার সাড়ে ছয় পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। ছয় পাঁচ পয়েন্ট করে নিয়ে ৬ জন খেলোয়াড় মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

এরা হলেনঃ ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার বেরনাডস্কি ভিতালি, পোল্যান্ডের গ্র্যান্ড মাস্টার ভারতের গ্র্যান্ড মাস্টার মিত্রভা গুহ, গ্র্যান্ড মাস্টার শ্যাম সুন্দর ও আন্তর্জাতিক মাস্টার মিত্রভা গুহ এবং ইরানের গ্র্যান্ড মাস্টার মোসাদ্দেকপোর মাসউদ।

বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ও গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ পাঁচ পয়েন্ট করে এবং আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ও ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ সাড়ে চার পয়েন্ট অর্জন করেছেন। অষ্টম রাউন্ডের খেলা আজ (মঙ্গলবার) ঢাকার হোটেল পূর্বানীতে অনুষ্ঠিত হয়। অষ্টম রাউন্ডের খেলায়ঃ গ্র্যান্ড মাস্টার রাসুলভ গ্র্যান্ড মাস্টার শ্রীনাথকে, গ্র্যান্ড মাস্টার ক্রাসেনকভ গ্র্যান্ড মাস্টার আন্দ্রে সুমিতসকে, আন্তর্জাতিক মাস্টার মিত্রভা গ্র্যান্ড মাস্টার ইসকান্দারভ মিসরাদিনকে, গ্র্যান্ড মাস্টার শ্যাম সুন্দর গ্র্যান্ড মাস্টার হাজনেদারোগলুর, আন্তর্জাতিক মাস্টার মৌসভী সৈয়দ খলিল আন্তর্জাতিক মাস্টার নীলঅস সাহাকে, গ্র্যান্ড মাস্টার রাইওস ক্রিস্টিয়ান ক্যামিলো আন্তর্জাতিক মাস্টার হরিকৃষ্ণাণকে, আন্তর্জাতিক মাস্টার অরন্যক ঘোষ গ্র্যান্ড মাস্টার কার্তিকায়নকে, গ্র্যান্ড মাস্টার দিপন চত্রবর্তী আন্তর্জাতিক মাস্টার শ্রীজিৎ পলকে, গ্র্যান্ড মাস্টার নিয়াজ গ্র্যান্ড মাস্টার আলেক্সি কিসলিনিস্কিকে ও ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল গ্র্যান্ড মাস্টার আজির মিরযুয়েভকে পরাজিত করেন। গ্র্যান্ড মাস্টার মাসউদ গ্র্যান্ড মাস্টার ভিটতি বরনাডেস্কির সাথে, আন্তর্জাতিক মাস্টার কোস্তভ গ্র্যান্ড মাস্টার আসাদলি ভুগারের সাথে, আন্তর্জাতিক মাস্টার আদিত্য মিত্তাল গ্র্যান্ড মাস্টার ইউরি সোলোদোভনিচেনকোর সাথে গ্র্যান্ড মাস্টার জিয়া গ্র্যান্ড মাস্টার সার্গেই তিভিয়াকভের সাথে, গ্র্যান্ড মাস্টার যুবারেভ গ্র্যান্ড মাস্টার জি এ স্ট্যানির সাথে, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন গ্র্যান্ড মাস্টার ভিশাকের সাথে ও গ্র্যান্ড মাস্টার ভাদিম মালাকাতকো লক্ষনের সাথে ড্র করেন। আগামীকাল (বুধবার) বেলা ৩-০০ (তিন) টা হতে একই স্থানে নবম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে।

GM Rasulov Vugar of Azerbaijan is now solely lead in the points table with 6½ points after 8th round games in the Sheikh Russel International Grand Masters Chess Competition-2021 is now being held at Dilkusha Hall of Hotel Purbani in Dhaka on the occasion of birth anniversary of Shahid Sheikh Russel, the youngest son of Father of Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. The Sheikh Russell International Grand Masters Chess Competition under the auspices of Saif Powertech Limited and organized by Bangladesh Chess Federation. Six players are sharing 2nd position with 6 points each. They are: GM Bernadskiy Vitaliy of Ukraine, GM Michal Krasenkow of Poland, GM Srinath Narayanan, GM Srinath Narayanan, GM Shyem Sundar and IM Mitrabha Guha, of India. 8th or penultimate round games were held today (Tuesday). In 8th round : GM Rasulov beat GM Srinath, GM Masoud beat GM Bernadskiy, IM Koustav drew with GM Asadli, GM Krasenkow beat GM Andrey Sumets, IM Mitrabha beat GM Iskandarov, GM Shyam Sundar beat GM Haznedaroglu Kivanc, IM Mousavi Syed Khalil beat IM Neelash Saha, GM Rios Cristian Camilo beat IM Harikrishnan, IM Aronyak Ghosh beat GM Karthikeyan, GM Deepan Chakkravarthy beat IM Srijit Paul, GM Niaz beat GM Alexey Kislinisky, GM Zia drew with GM Sergey Tiviakov, GM Razib drew with GM N R Visakh, IM Fahad drew with IM N R Vignesh and CM Chanchal Kumar Ghosh beat GM Azer Mirzoev. 9th or last round games will start on tomorrow (Wednesday) from 3:00 PM at same venue.