News

24, October 2021


শেখ রাসেল আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতা-২০২১
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর জন্মবার্ষিকী উৎযাপন উপলক্ষে সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে শেখ রাসেল আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতার ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে ভারতের গ্র্যান্ড মাস্টার শ্রীনাথ নারায়ানান সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। সাড়ে চার পয়েন্ট করে নিয়ে ১৩ জন খেলোয়াড় মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন।

এরা হলেনঃ আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার আসাদলি ভুগার, গ্র্যান্ড মাস্টার রাসুলভ ভুগার ও গ্র্যান্ড মাস্টার ইসকান্দারভ মিসরাদিন, ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার বেরনাডস্কি ভিতালি ও আন্দ্রেই সুমিত্স, ইরানের গ্র্যান্ড মাস্টার মোসাদ্দেকপোর মাসউদ ও আন্তর্জাতিক মাস্টার মৌসাভি সৈয়দ খলিল, ভারতের গ্র্যান্ড মাস্টার জি, এ, স্ট্যানি, গ্র্যান্ড মাস্টার এন আর ভিশাক, গ্র্যান্ড মাস্টার শ্রঅম সুন্দর, আন্তর্জাতিক মাস্টার আদিত্য মিত্তাল ও আন্তর্জাতিক মাস্টার মিত্রভা গুহ এবং তুরস্কের গ্র্যান্ড মাসটার গ্র্যান্ড মাস্টার হাজনেদারোগলু কিভানক ।

বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ৪ পয়েন্ট, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাড়ে তিন পয়েন্ট করে পেয়েছেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ তিন পয়েন্ট করে অর্জন করেছেন।
খষ্ঠ রাউন্ডের খেলা আজ (রোববার) ঢাকার হোটেল পূর্বানীতে অনুষ্ঠিত হয়। ষষ্ঠ রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার শ্রীনাথ গ্র্যান্ড মাস্টার মাসউদকে, গ্র্যান্ড মাস্টার হাজনেদারোগলু গ্র্যান্ড মাস্টার সের্গেই তিভিয়াকভকে, গ্র্যান্ড মাস্টার স্ট্যানি আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে, গ্র্যান্ড মাস্টার ভিশাক গ্র্যান্ড মাস্টার আলেকজান্ডার কারপাচেভকে, আন্তর্জাতিক মাস্টার মিত্রভা গ্র্যান্ড মাস্টার কার্তিকায়নকে, গ্র্যান্ড মাস্টার রাসুলভ আন্তর্জাতিক মাস্টার শ্রীজিৎকে, আন্তর্জাতিক মাস্টার ভিগনেস আন্তর্জাতিক মাস্টার নীলাসকে, গ্র্যান্ড মাস্টার রইস ক্রিস্টিয়ানা ক্যামিলো গ্র্যান্ড মাস্টার আলেক্সি কিসলিনিস্তিকে, গ্র্যান্ড মাস্টার শ্যাম সুন্দর গ্র্যান্ড মাস্টার লক্ষণকে, আন্তর্জাতিক মাস্টার অরন্যক গ্র্যান্ড মাস্টার হিমাংশুকে, গ্য্যান্ড মাস্টার ভাদিম মালাকাতকো গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদকে, আন্তর্জাতিক মাস্টার আবদিসালিমভ আবদিমালিক গ্র্যান্ড মাস্টার ইভগেনি গ্লেইজেরভকে, গ্র্যান্ড মাস্টার ইউলিবিন মিখাইল আন্তর্জাতিক মাস্টার মাহমুদ লোদীকে, গ্র্যান্ড মাস্টার জিয়া ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগকে, গ্র্যান্ড মাস্টার স্ট্রানিশ্লাভ আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজউদ্দিনকে, গ্র্যান্ড মাস্টার দিপন চত্রবর্তী সংকেত চক্রবর্তীকে, আন্তর্জাতিক মাস্টার সায়ন্তন দাস আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলকে, ফিদে মাস্টার পিওমানথা সাসিথ নিপুন আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার আজির মিরযোয়েভকে, আন্তর্জাতিক মহিরঅ মাস্টার অর্পিতা মূখার্জী আন্তর্জাতিক মাস্টার সামিত জয়কুমার শেঠিকে, গ্র্যান্ড মাস্টার আলেকজান্ডার যুবারেভ ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে, আন্তজৃাতিক মাস্টার গিরিনাথ ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়কে, আন্তর্জাতিক মহিলা মাস্টার আলিনাস মুবিনা ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমানকে, মহিলা গ্র্যান্ড মাস্টার নানদিথা ক্যান্ডিডেট মাস্টার সাদনান হাসান দিহানকে, গ্র্যান্ড মাস্টার উলভি সাদিকভ ফিদে মাস্টার মোহাম্মদ আবুদল মালেককে, কান্ডিডেট মাস্টার রানিনদু দিলশান মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুমকে, ক্রঅন্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেন ফিদে মাস্টার সেখ নাসির আহমেদকে, ক্রান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীকে, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদকে, সাকলাইন মোস্তফা সাজিদ ফিদে মাস্টার সুব্রত বিশ^াসকে, ফিদে মাস্টার রূপেস জয়সুয়াল মিহির লাল দাসকে, ক্যান্ডিডেট মাস্টার চঞ্জল কুমার ঘোষ ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে, শওকত হোসেন পল্লব স্বর্নাভো চৌধুরীকে, ফিদে মাস্টার মোঃ সাইফ উদ্দীন ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে, ফিদে মাস্টার মোহাম্মদ সাওয়ু অভিক সরকারকে, মোঃ আবু হানিফ মহিলা আ›তর্জাতিক মাস্টার রানী হামিদকে ও ফিরোজ আহমেদ মোঃ সাজিদুল হককে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার খলিল গ্র্যান্ড মাস্টার আসালির সাথে, গ্র্যান্ড মাস্টার সুমিতস গ্র্যান্ড মাস্টার ভিতালির সাথে, আন্তর্জাতিক মাস্টার আদিত্য গ্র্যান্ড মাস্টার ইসকানদারভের সাথে, আন্তর্জাতিক মাস্টার কোস্তভ গ্র্যান্টড মাস্টার ক্রাসেনকভের সাথে, আন্তর্জাতিক মাস্টার হরিকৃষ্ণনান গ্র্যান্ড মাস্টার ইউরির সাথে, গ্র্যান্ড মাস্টার রাজীব গ্র্যান্ড মাস্টার দেবাষিশ দাসের সাথে, আন্তর্জাতিক সাহিল আন্তর্জাতিক মাস্টার নাবাইরশাহের সাথে, প্রনভ সৌরথের সাথে, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া শুভায়ন কুন্ডের সাথে, আপজাল হোসেন সাচ্চু অনত চৌধুরীর সাথে, আন্তর্জাতিক মাস্টার আসিল আবদিজবার ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিনের সাথে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ক্যান্ডিডেট মাস্টার নাইম হকের সাথে, হাজনিদাররোগলু মেলতেম ক্যান্ডিডেট মাস্টার সাইফুল ইসলাম চৌধুরীর সাথে, নুশরাত জাহান আলো ওয়াদিফা আহমেদের এবং মারযুক চৌধুরী মোঃ আসাদুজ্জামানের সাথে ড্র করেন। আগামীকাল (সোমবার) বেলা ৩-০০ (তিন) টা হতে একই স্থানে সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে।

GM Srinath Narayanan of India is now solely lead in the points table with 5½ points after 6th round games in the Sheikh Russel International Grand Masters Chess Competition-2021 is now being held at Dilkusha Hall of Hotel Purbani in Dhaka on the occasion of birth anniversary of Shahid Sheikh Russel, the youngest son of Father of Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. The Sheikh Russell International Grand Masters Chess Competition under the auspices of Saif Powertech Limited and organized by Bangladesh Chess Federation. Thirteen players are sharing 2nd position with 4½ points each. They are: GM Asadli Vugar, GM Iskandarov Misratdin and GM Rasulov Vugar of Azerbaijan, GM Bernadskiy Vitaliy and GM Andrey Sumets of Ukraine, GM Mosadeghpour Masoud and IM Mousavi Seyed Khalil of Iran, GM G A Stany, GM N R Vishak, GM Shyem Sundar, IM Aditya Mittal, IM Mitrabha Guha of India and GM Haznedaroglu Kivanc of Turkey. Among Bangladeshi players GM Ziaur Rahman earned 4 points, GM Ziaur Rahman, GM Enamul Hossain Razib and IM Mohammad Fahad Rahman earned 3½ points each. 6th round game were held on today (Sunday). In 6th round : GM Srinath beat GM Mosadeghpour Masoud, IM Khalil drew with GM Asadli, GM Sumets drew with GM Bernadskiy, IM Aditya drew with GM Iskandarov, GM Haznedaroglu beat GM Sergey Tiviakiv, IM Koustav drew with GM Krasenkow Michal, IM Harikrishnan drew with GM Solodovnichenko, GM Stany beat IM Fahad, GM Shyam beat GM Laxman, GM Visakh beat GM Karpatchev Aleksandr, IM Mitrabha beat GM Karthikeyan, GM Rasulov beat IM Srijit, IM Vignesh beat IM Neelash Saha, GM Rios Cristhian Camilo beat GM Kislinsky Alexey, IM Aronyak Ghosh beat GM Himanshu Sharma, GM Vadim Malakatko beat GM Niaz Murshed, IM Abdisalimov Abdimalik beat GM Evgeny Gleizerov, GM Ulybin Mikhail beat IM Mahmood Lodhi, IM Shahil Dey drew with IM Mohammad Nubairshah Shaikh, GM Zia beat FM mehdi Hasan Parag, GM Deepan Chakkravarthyn beat Sanket Chakrabvarty, Pranav drew with Sourath Biswas, IM Sayantan Das beat IM Abu Sufian Shakil, Sakline Mostafa Sajid beat FM Subrota Biswas, CM Md Sharif Hossain beat FM Sheikh Nasir Ahmed. 7th round games will start on tomorrow (Monday) from 3:00 PM at same venue.