News

20, October 2021



জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর জন্মবার্ষিকী উৎযাপন উপলক্ষে সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে শেখ রাসেল আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ১৩ জন খেলোয়াড় পূর্ণ ২ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এরা হলেনঃ আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার আসাদলি ভুগার, রাসুলভ ভুগার ও ইসকান্দারভ মিসরাদিন, ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার ভিটালি বেরনাডস্কায়ি ও আলেকজান্ডার যুভারেভ, ভারতের গ্র্যান্ড মাস্টার শ্রীনাথ নারায়ণ, জি, এ, স্ট্যানি, গ্র্যান্ড মাস্টার শ্যাম সুন্দর, আন্তর্জাতিক মাস্টার সামেদ জয়কুমার শেঠি, আন্তর্জাতিক মাস্টার অরন্যক ঘোষ, আন্তর্জাতিক মাস্টার সায়ন্তন দাস, ইরানের গ্র্যান্ড মাস্টার মোসাদেদ্কপোর মাসউদ ও বেলিজিয়ামের গ্র্যান্ড মাস্টার ভাদিম মালাকাতকো। দ্বিতীয় রাউন্ডের খেলা আজ (বুধবার) ঢাকার হোটেল পূর্বানীতে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার আসাদলি ভারতের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখকে, গ্র্যান্ড মাস্টার ইসকান্দার গ্র্যান্ড মাস্টার আজির মিরযোয়েবকে, গ্র্যান্ড মাস্টার শ্রীনাথ গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমানকে, গ্র্যান্ড মাস্টার স্ট্যানি আন্তর্জাতিক মাস্টার হরিকৃষ্ণনানকে, গ্র্যান্ড মাস্টার শ্র্যাম সুন্দর গ্র্যান্ড মাস্টার আলেকজান্ডার কারপাচেভকে, আন্তর্জাতিক মাস্টার সামেদ ভি প্রাভীনকে, গ্র্যান্ড মাস্টার মাসউদ উজবেকস্থানের আন্তর্জাতিক মাস্টার আবদিসালিমভকে, গ্র্যান্ড মাস্টার যুবারেভ আন্তর্জাতিক মাস্টার ভিগনেসকে, গ্র্যান্ড মাস্টার রাসুলভ গ্র্যান্ড মাস্টার হিমাংশু শর্মাকে, আন্তর্জাতিক মাস্টার অরন্যক গ্র্যান্ড মাস্টার আলেস্কি কিনসলিনিস্কিকে, গ্র্যান্ড মাস্টার মালাকাতকো আন্তর্জাতিক মাস্টার গিরিনাথকে, আন্তর্জাতিক মাস্টার সায়ন্তন দাস শুভায়ন কুন্ডুকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান রাশিয়ার গ্র্যান্ড মাস্টার ইভগেনি গ্লেইজেরভের সাথে, ক্যান্ডিটেড মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ভারতের গ্র্যান্ড মাস্টার পি, কার্তিকায়নের সাথে, ক্যান্ডিডেট মাস্টার নাইম হক ভারতের মহিলা গ্রান্ড মাস্টার নান্দিথার সাথে ও মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ইরানের মহিলা আন্তর্জাতিক মাস্টার আলিনাসাব মুবিনার সাথে ড্র করেন। আগামীকাল (বৃহস্পতিবার) বেলা ৩-০০ (তিন) টা হতে একই স্থানে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
Thirteen players are sharing leads with maximum 2 points each after end ofthe 2nd round games in the Sheikh Russel International Grand MastersChess Competition-2021 is now being held at Dilkusha Hall of Hotel Purbani inDhaka on the occasion of birth anniversary of Shahid Sheikh Russel, theyoungest son of Father of Nation Bangabandhu Sheikh Mujibur Rahman. The SheikhRussell International Grand Masters Chess Competition under the auspices ofSaif Powertech Limited and organized by Bangladesh Chess Federation. They are:GM Asadli Vugar, Rasulov Vugar and Iskandarov Misratdin of Azerbaijan, VitaliyBernadskiy and Alexander Zubarev of Ukraine, GM Srinath Narayanan, GM G AStany, GM Shyam Sundar, IM Sammed Jaykumar Shete, IM Aronyak Ghosh and IMSayantan Das of India, GM Mosadeghpour Masoud of Iran and GM Vadim Malakatko ofBelgium. 2nd round games were held today (Wednesday). In 2ndround: IM Mohammad Fahad Rahman drew with GM Gleizerov Evgeny of Russia, GM EnamulHossain Razib drew with GM Rios Cristhian Camilo of Colombia, GM Niaz Mursheddrew with IM Mitrabha Guha, GM Sergey Tivaikov drew with GM Ulybin Mikhail, GMAsadli beat IM Mohammad Nubairshah Shaikh, HM Bernadskiy beat GM HaznedarovKivanc of Turkey, GM Iskandarobv beat GM Mirzoev Azer, GM Srinath beat GM ZiaurRahman, IM Koutav Chaterjee drew with GM Deepan Chakkravarthy, GM Stany beat IMHarikrishnan, GM Shyam Sundar beat GM Aleksandr Karpatchev. IM Nbeelash Sahadrew with GM N R Visakh, IM Mousavi Seyed Khalil drew with GM Laxman, IM Sammedbeat V Pranav, GM Masoud beat IM Abdisalimov of Uzbekistan, GM SavchenkoStanislav drew with IM Sahil Dey, GM Zubarev beat IM Vignesh, GM Rasulov beatGM Himanshu Sharman, IM Asyl Abdijapar drew with IM Aditya Mittal, IM Aronyakbeat GM Alexey Kislinisky, GM Malakatko beat IM Girinath, IM Sayantan beatSubhayan Kundu, GM Yuri Solodovnichenk beat WIM Arpita Mukahrjee, GM MichalKrasenkow beat FM Taibur Rahman, GM Debashis Das beat Saket Chakravarty, CMTahsin Tajwar Zia drew with GM P Karthikeyan of India, CM Nayem drew with WGMNandhidhaa of India, WFM Noshin Anjum drew with WIM Alinasab Mobina of Iran. 3rdround games will start on tomorrow (Thursday) from 3:00 PM at same venue