News

19, October 2021



জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর জন্মবার্ষিকী উৎযাপন উপলক্ষে সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে শেখ রাসেল আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতার খেলা আজ (মঙ্গলবার) হতে ঢাকার হোটেল পূর্বানীতে শুরু হয়েছে। ৯ রাউন্ডের সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এ ইভেন্টে ১৮ টি দেশের ৩২ জন গ্র্যান্ড মাস্টার, ১ জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ২০ জন আন্তর্জাতিক মাস্টার ও ৪ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ১০২ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। আজ প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশের তিন গ্র্যান্ড মাস্টারই জয় পেয়েছেন। গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়ামকে, গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ আফজাল হোসেন সাচ্চুকে ও গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব সাকলাইন মোস্তফা সাজিদকে পরাজিত করেন। প্রথম রাউন্ডের খেলায় ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান ভারতের গ্র্যান্ড মাস্টার দেবাষিশ দাসের সাথে, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার আন্দ্রে সুমিতের সাথে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা ভারতের গ্র্যান্ড মাস্টার পি কার্তিকায়নের সাথে ও মোঃ সাজিদুল হক ভারতের আন্তর্জাতিক মাস্টার শ্রীজিৎ পলের সাথে ড্র করেছেন। শীর্ষরেটিং প্রাপ্ত খেলোয়াড় নেদারল্যান্ডের গ্র্যান্ড মাস্টার সের্গেই তিভিয়াকভ ভারতের মহিলা গ্র্যান্ড মাস্টার পি ভি নান্দিতাকে, আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার ভুগার আসাদলি পাকিস্তানের আন্তর্জাতিক মাস্টার মাহমুদ লোদীকে, ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার ভিতালি বেরনাডস্কাই ইরানের আন্তর্জাতিক মহিলা মাস্টার আলিনাসাব মুবিনাকে, ভারতের আন্তর্জাতিক মহিলা মাস্টার অর্পিতা মূখার্জী আজারবাইজানের গ্র্যান্ড মাস্টার সাদিকভ উলভিকে পরাজিত করেন। ভারতের সংকেত চক্রবর্তী পোল্যান্ডের গ্র্যান্ড মাস্টার মাইকেল ক্রাসেনকভের সাথে এবং শ্রীলংকার ক্যান্ডিডেট মাস্টার লিয়ানাগে রানিনদু দিলশান ইউরি সোলোডোভনিচেসকোর সাথে ড্র করেন। প্রতিযোগিতায় মোট পঞ্চান্ন হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার দেয়া হচ্ছে। অংশগ্রহণকারী গ্র্যান্ড মাস্টার ও অর্থ পুরস্কারের দিক দিয়ে এটি দেশের সর্ব বৃহৎ দাবা ইভেন্ট। কেবল বাংলাদেশেই নয় এশিয়ার মধ্যেও এটি একটি শীর্ষস্থানীয় দাবা প্রতিযোগিতা। আগামীকাল (বুধবার) বেলা ৩-০০ (তিন) টা হতে একই স্থানে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
Games of the Sheikh Russel International Grand Masters Chess Competition-2021 has begun from today (Tuesday) at Hotel Purbani in Dhaka on the occasion of Sheikh Russell International Grand Masters Chess Competition under the auspices of Saif Powertech Limited and organized by Bangladesh Chess Federation.
Total 102 players from 18 countries including 32 Grandmasters, 1 Women's Grandmaster, 20 International Masters and 4 Women's International Masters are participating in the 9-round Swiss-League event. In first round games all three Bangladeshi Grandmasters won their game. GM Ziaur Rahman won against CM Ikramul Haq Siam, GM Niaz Murshed beat Afzal Hossain Sachchu and GM Enamul Hossain Razib won against Sakline Mostafa Sajid. FM Md Taibur Rahman drew with GM Debashis Das of India, CM Tahsin Tajwar Zia drew with GM Andrey Sumets of Ukraine, WCM Ahmed Walijah drew with GM P Karthikeyan of India, Md Sajidul Haque drew with IM Srijit Paul of India. Top seeded GM Sergey Tiviakov won against WGM Nandhidhaa of India, GM Asadli Vugar of Ukraine beat IM Mahmood Lodhi Pakistan, GM Vitaliy Bernadskiy of Ukraine beat WIM Alinasab Mobina of Iran, CM Liyanage Ranindu Dilshan drew with GM Yuri Solodovnichenko of Ukraine. GM Deepan Chakkravarthy of India beat FM Subrota Biswas, WIM Arpita Mukharjee beat GM Sadikhov Ulvi of Azerbaijan, GM N R Vikash of India beat FM Sheikh Nasir Ahmed, Sanket Chakravarty of India drew with GM Michal Krasenkow of Poland. A total of fifty five thousand US dollars is being awarded in the competition. It is the largest chess event in the country in terms of participating Grandmaster and Money Awards. It is a top chess competition not only in Bangladesh but also in Asia. 2nd round games will start tomorrow (Wednesday) from 3:00 PM at the same venue.