
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেল এর জন্মবার্ষিকী উৎযাপন উপলক্ষে সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে শেখ রাসেল আন্তর্জাতিক গ্র্যান্ড মাস্টারস দাবা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন আজ (সোমবার) বিকালে ঢাকার হোটেল পূর্বানীতে অনুষ্ঠিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জনাব মোঃ জাহিদ আহসান রাসেল, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি জনাব তরফদার মোঃ রুহুল আমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোশারফ হোসেন মোল্লা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ^ দাবা সংস্থা ৩.২ জোনের প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ডঃ শোয়েব রিয়াজ আলম, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু, সাইফ স্পোর্টিং ক্লাবের দাবা কমিটির চেয়ারম্যান আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি এবং আন্তর্জাতিক বিচারক মোঃ হারুন অর রশিদ। এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য কামরুজ্জ¥ামান ভূঁইয়া। আগামীকাল ১৯ অক্টোবর (মঙ্গলবার) বেলা ৩-০০ টা হতে হোটেল পূর্বানীর দিলকুশা হলে এ প্রতিযোগিতার খেলা শুরু হবে। ৯ রাউন্ডের সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এ ইভেন্টে ১৮ টি দেশের ৩২ জন গ্র্যান্ড মাস্টার, ১ জন মহিলা গ্র্যান্ড মাস্টার, ২০ জন আন্তর্জাতিক মাস্টার ও ৪ জন মহিলা আন্তর্জাতিক মাস্টারসহ ১০২ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন। প্রতিযোগিতায় মোট পঞ্চান্ন হাজার মার্কিন ডলার অর্থ পুরস্কার দেয়া হচ্ছে। অংশগ্রহণকারী গ্র্যান্ড মাস্টার ও অর্থ পুরস্কারের দিক দিয়ে এটি দেশের সর্ব বৃহৎ দাবা ইভেন্ট। কেবল বাংলাদেশেই নয় এশিয়ার মধ্যেও এটি একটি শীর্ষস্থানীয় দাবা প্রতিযোগিতা।
The inauguration of the Sheikh Russel International Grand Masters Chess Competition-2021 was held today (Monday) at Hotel Purbani in Dhaka on the occasion of Sheikh Russell International Grand Masters Chess Competition under the auspices of Saif Powertech Limited and organized by Bangladesh Chess Federation. Honorable State Minister of the Youth & Sports Mr. Md Zahid Ahsan, Russel MP inaugurated the event as chief guest. Mr. Tarafder Md. Ruhul Amin, Managing Director of SAIF POWERTEC Limited was present as guest of Honour, Md Musaraf Husain Molla. Additional Secretary of the Ministry of Youth & Sports was present as special guest. Syed Shahab Uddin Shamim, General Secretary of Bangladesh Chess Federation and President FIDE Zone-3.2, Dr. Shoeb Reaz Alam, Addition DIG of Bangladesh Police and Joint Secretary of Bangladesh Chess Federation, Masudur Rahman Mallick Joint Secretary of Bangladesh Chess Federation, IO Mahmuda Hoque Chowdhury Moly, Chairman, Chess Committee of Saif Sporting Club and Executive Member of Bangladesh Chess Federation and IA Md Haroon Or Rashid gave speeches in the ceremony. Kamruzzaman Bhuiyan, Executive Member of Bangladesh Chess Federation was present in the ceremony.
Games will start on tomorrow October 19 Tuesday from 3:00 pm at Dilkusha Hall Room of Hotel Purbani. Around 100 players from 18 countries including 32 Grandmasters, 1 Women's Grandmaster, 20 International Masters and 4 Women's International Masters are participating in the 9-round Swiss-League event. A total of fifty five thousand US dollars is being awarded in the competition. It is the largest chess event in the country in terms of participating Grandmaster and Money Awards. It is a top chess competition not only in Bangladesh but also in Asia.