তানভীর লিমিটেডের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মুজিব বর্ষ ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা-২o২১, অনুর্ধ্ব-২০০০ রেটিং দাবা প্রতিযোগিতার খেলা আজ (শুক্রবার) জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ারের শেখ কামাল অডিটোরিয়ামের লাউঞ্জে শুরু হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ মোশারফ হোসেন মোল্লা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ^ দাবা সংস্থার ৩.২ জোনের প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ডঃ শোয়েব রিয়াজ আলম, বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু, বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মোঃ রাশেদ হোসেন ফারুক, বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলিও আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ আলমাসুর রহমান। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় ২২৯ জন খেলোয়ার অংশগ্রহণ করছেন যার মধ্যে ১৯১ জন খেলোয়াড় ২০০০ এর নীচে রেটিং প্রাপ্ত খেলোয়াড় রয়েছে। এ প্রতিযোগিতার বিজয়ীদের নগদ তিন লক্ষ টাকা নগদ অর্থ পুরস্কার দেয়া হবে। আগামীকাল (রোবাবার) বেলা ৩-০০ (তিন) টা হতে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
Under the patronage of Tanvir Metal and organised by Bangladesh Chess Federation, Mujib Year FIDE Rating Chess Competition-2100, Under-2000 Rating Chess Competition started today (Friday) in the lounge of Sheikh Kamal Auditorium of NSC Tower of National Sports Council. Md. Musaraf Husain Molla, Additional Secretary of the Ministry of the Youth & Sports of the Government of People's Republic of Bangladesh has inaugurated the event as chief guest. Syed Shahab Uddin Shamim, General Secretary of Bangladesh Chess Federation and President of Zone 3.2 Zone of the World Chess Federation, Dr. Shoeb Reaz Alam, Additional DIG of Bangladesh Police and Joint Secretary of Bangladesh Chess Federation, Masudur Rahman Mallick, Joint Secretary of Bangladesh Chess Federation Rahman Mallick Dipu, Md. Rashed Hasan Faruk, Executive Member of Bangladesh Chess Federation International Organiser Mahmuda Hoque Chowdhury Moly, Member Bangladesh Chess Federation Executive Committee Member and International Chess Arbiter Md. Almasur Rahman. A total of 229 players are participating in the 9-round Swiss-League competition, of which 191 are players with a rating below 2000. The winners of this competition will be given a cash prize of three lakh taka. The second round games will start tomorrow (Sunday) from 3-00 PM at same venue.