News

31, October 2021

তানভীর মেটালের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মুজিব বর্ষ ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা-২১০০, অনুর্ধ্ব-২০০০ রেটিং এর দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ৫২ জন খেলোয়াড় পূর্ণ দুই পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। দ্বিতীয় রাউন্ডের খেলা আজ (শনিবার) জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ারের শেখ কামাল অডিটোরিয়ামের লাউঞ্জে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় রাউন্ডের খেলায় শাহরিয়ার মুর্তোজা মোঃ রাসেল হোসেনে সাথে, রাকিব আহমেদ সালেহ ক্যান্ডিডেট মাস্টার মোঃ শওকত বিন ওসমান শাওনের সাথে, মোঃ রুহুল আমিন মুকিতুল ইসলাম রিপনের সাথে, আবুল কাশেম আল শাহিদ যদুনাথ বিশ^াসের সাথে, আজমাইন পারভেজ সাওর মোঃ নাসিম হোসন ভূঁইয়ার সাথে, ও শুভাস চাকমা মোঃ ফায়জুল হকের সাথে ড্র করেন। মোহাম্মদ হাসান মিয়া মোঃ সাগরকে, মোঃ নজরুল ইসলাম রাফি ইসলামকে, দিল কোতায়ঢবা বিপ্লবকে, আব্দুল মোমিন মোঃ সাজিদুল হক, মোঃ আরিফুল আমিন এম এম জহিরুল ইসলামকে, স্বাধীন সরকার অভিজিৎ বড়–য়াকে মোঃ শফিকুল ইসলাম মাহিন আহমেদ শুভকে, মোঃ ফরিদউদ্দিন আহমেদ মোঃ মনিরুজ্জামান মাসদুকে, মোঃ নাসির উদ্দিন মোহাম্মদ তানভীর রহমানকে আনিচুজ্জামান জুয়েংল ফয়জুল আনামকে, শেখ রাশেদুল হাসান মোহাম্মদ শাকিলকে, মোঃ হাদিউজ্জামান মোঃ শহিদুল ইসলাম, মোহাম্মদ শামীম টিপু সুলতানকে, সব্যসাচী মন্ডল বাবলু শেখকে, খন্দকার বুলবুল ফেরদৌস গোলাপ রুবেল হোসেনকে, সনাতন জাহিদ নুশরাত জাহান আলোকে, কাজী ইকবাল হোসেন দ্বীন মোহাম্মদকে, গিয়াস উদ্দিন ্হামেদ মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভাকে, মোঃ মোফাখখার হোসেন খালিদ মোঃ মাজহারুল কবীরকে, ক্যারল চৌধুরী মোঃ ইফতেখার আলমকে, মোঃ মিজানুর রহমান সৈয়দ শাহজাহান মেহেদীকে ও মোঃ খলিলুর রহমান হামিদা খানকে পরাজিত করেন। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতির এ প্রতিযোগিতায় ২৩১ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন যার মধ্যে ১৯১ জন খেলোয়াড় ২০০০ এর নীচে রেটিংপ্রাপ্ত দাবা খেলোয়াড় রয়েছেন। এ প্রতিযোগিতার বিজয়ীদের নগদ তিন লক্ষ টাকা নগদ অর্থ পুরস্কার দেয়া হবে। আগামীকাল (সোমাবার) বেলা ৩-০০ (তিন) টা হতে একই স্থানে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে।