News

03, November 2021




এশিয়ান দাবা ফেডারেশন ও ইরান দাবা ফেডারেশনের আয়োজনে আজ (বুধবার) হতে অনলাইন চেস প্লাটফরম টরনেলোতে শুরু হয়েছে। বাংলাদেশের প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ এ ইভেন্টে অংশ নিচ্ছে। বাংলাদেশ পুলিশ দলের পক্ষে এ ইভেন্ট অংশ নিচ্ছেনঃ অধিনায়কঃ ডঃ শোয়েব রিয়াজ আলম, খেলোয়াড়রা হলেনঃ গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, আন্তর্জাতিক মহিলা মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা। আজ প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশ পুলিশ ৫-১ গেম পয়েন্টে ফিলিপাইনের রিচেস মাস্টারকে পরাজিত করে। বাংলাদেশ পুলিশ দলের পক্ষে ফিদে মাস্টার পরাগ, গ্র্যান্ড মাস্টার রাজীব, গ্র্যান্ড মাস্টার জিয়া, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ও ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা যথাক্রমে প্যাসন আলান, ডেলিগ খেন্ত ডারিল, ডাকুলান আল্ডইউন, ওলট্রিজ বেহল, কালিমবো মারিয়ানকে পরাজিত করেন এবং মহিলা ফিদে মাস্টার নোশিন আন্তর্জাতিক মহিলা মাস্টার গেলাস বেরনাদিটির কাছে হেরে যান। আগামীকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় দুপুর ১২-০০ (বারো) টা হতে দ্বিতীয় স্থানে খেলা শুরু হবে এবং দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ পুলিশ ইরানের পিশগাম নভিনের সাথে খেলবে। এশিয়ার বিভিন্ন দেশের ১৪ ক্লাব এ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করছে।

মিডিয়া কমিটি
বাংলাদেশ দাবা ফেডারেশন

Asian Club Cup Hybrid Chess Championship 2021
The games of the Asian Club Cup Hybrid Chess Championship 2021 begum from today (Wednesday) at online chess platform Tornelo. Bangladesh Police participating in the event from Bangladesh. Members of Bangladesh Police teams are: Captain: Dr. Shoeb Reaz Alam, Players are: GM Ziaur Rahman, GM Enamul Hossain, IM Mohammad Fahad Rahman, IM Abu Sufian Shakil, FM Mehdi Hasan Paran, CM Tahsin Tajwar Zia, WIM Sharmin Sultana Shirin, WFM Noshin Anjum and WCM Ahmed Walijah. In the 1st round match Bangladesh Police won against RiChess Masters of Philippines by 5-1 game points. In 1st round FM Parag, GM Razib, GM Zia, IM Fahad and WCM Walijah won against Pason Allan, Delig Khent Daryll, Daculan Aldwin, Ortiz Bhell and Calimbo Marian of RiChess Masters respectively. WFM Noshin lost to WIM Galas Bernadette of RiChess Masters. 2nd round games will start tomorrow (Thursday) from 12:00 PM Bangladesh time and Bangladesh Police will play against Pishgam Novin of Iran in 2nd round match. Total 14 clubs different countries of Asia are participating in the event.

Media Committee
Bangladesh Chess Federation