News

08, November 2021


তানভীর মেটালের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মুজিব বর্ষ ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা-২১০০, অনুর্ধ্ব-২০০০ রেটিং এ গোপালগঞ্জের আব্দুল মোমিন চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। নবম রাউন্ডের খেলা শেষে চার জন খেলোয়াড় আট পয়েন্ট করে অর্জন করেন। টাই-ব্রেকিং পদ্ধতিতে মোমিন শিরোপা জয় করেন।

লতিফ ট্রাভেল চেস ক্লাব সিলেটের সনাতন জাহিদ রানার-আপ হন। লিজেন্ড ফারাজ আয়াজ হোসে চেস ক্লাবের মুকিতুল ইসলাম রিপন তৃতীয় ও টাঙ্গাইল চেস ক্লাবের মোঃ আমিনুল ইসলাম চতুর্থ স্থান লাভ করেন। সাড়ে সাত পয়েন্ট নিয়ে লিওনাইন চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মোঃ শওকত বিন ওসমান শাওন পঞ্চম স্থান লাভ করেন। সাত পয়েন্ট করে নিয়ে ষষ্ঠ হতে একাদশ স্থান লাভ করেন যথাক্রমেঃ আনিচুজ্জামান জুয়েল, মোহাম্মদ সেলিম, মোঃ আজমাইন পারভেজ সায়র, মোঃ শরীয়ত উল্লাহ, শাওন চৌধুরী ও মোঃ সাগর। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে দ্বাদশ হতে ২২তম পুরস্কার লাভ করেন যথাক্রমেঃ মোঃ হাদিউজ্জামান, মোঃ আরিফুল আমিন, সাকলাইন মোস্তফা সাজিদ, মোঃ রাসেল হোসেন, এ বি বাপ্পী, মোঃ সাইফুল আজম চৌধুরী, মোঃ আনোয়ার হোসন দুলাল, খন্দকার নজরে মাওলা, শাহনাজ মোহাম্মদ ফারুক, আহমেদ জাহাঙ্গীর বাবুল ও মোঃ শফিকুল ইসলাম। নবম বা শেষ রাউন্ডের খেলা গতকাল (রোববার) জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ারের শেখ কামাল অডিটোরিয়ামের লাউঞ্জে অনুষ্ঠিত হয়। শেষ রাউন্ডের খেলায় মোমিন জাহিদকে, রিপন শরীয়তকে, হাদি আমিনুলকে, সায়র শাওন চৌধুরীকে, ক্যান্ডিডেট মাস্টার শাওন শাহিনকে, সাগর গিয়াসকে, জুয়েল আফজালকে, সেলিম মেহেদীকে ও রাসেল শাহানূরকে পরাজিত করেন। খেলা শেষে গতকাল (রোববার) রাতে অনুষ্ঠিত হয়।
    
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শহিদউল্যা এ পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ডঃ শোয়েব রিয়াজ আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে
  
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানবীর মেটালের চেয়ারম্যান হাজী তাজুল ইসলাম । বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক। উপস্থিত ছিলেন তানবীর মেটালের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাবউদ্দিন, আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ. প্রতিযোগিতার প্রধান বিচারক আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ আলমাসুর রহমান উপস্থিত ছিলেন। এ প্রতিযোগিতার বিজয়ীদের নগদ তিন লক্ষ টাকা অর্থ পুরস্কার দেয়া হয়। চ্যাম্পিয়ন মোমিন পঞ্চাশ হাজার টাকা, রানার-আপ জাহিদ ত্রিশ হাজার টাকা ও রিপন বিশ হাজার টাকা অর্থ পুরস্কার লাভ করেন। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ২৩২ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।
মিডিয়া কমিটি
বাংলাদেশ দাবা ফেডারেশন
 

Abdul Momin of Khelaghar Daba Sangah of Gopalganj became champion in the Mujib Borsho FIDE Rating Chess Tournament 2021, sponsored by Tanvir Metal and organised by Bangladesh Chess Federation was held at Sheikh Kamal Auditorium Lounge of the NSC Tower of National Sports Council. Momin earned 8 points out of 9 games to clinch the title. Momin and other three players earned 8 points each and their tie were broken in tei-breaking system. Sanatan Zahid of Latif Travels Chess Club of Sylhet became runner-up, Mukitul Islam Ripon of Legend Faraaz Ayaaz Hossain Chess Team became 3rd and Md. Aminul Islam of Tangail Chess Club became 4th with 8 points each. CM Shawket Bin Osman Shaon of Leonine Chess Club became 5th with 7½. Six players earned 7 points each. Their positions are: 6th-Anisuzzaman Jewel, 7th-Mohammed Salim, 8th-Md Azmaeen Parvez Sayor, 9th-Md Sariatullah, 10th- Shawon Chowdhury and 11th-Md Sagar. Fourteen players earned 6½ points each among them 11 players received 12th to 22nd prizes. They are: Md Hadiuzamman, Md Ariful Amin, Sakline Mostafa Sajid, Md Rasel Hossain, A. B. Bappi, Md Saiful Azam Chowdhury, Md Anowar Hossain Dulal, Khandakar Nazre Mawla, Shahnaz Mohammad Faruque, Ahmed Jahangir Babul and Md Shafiqul Islam. Last round games were held yesterday (Sunday). In last round games: Momin beat Zahid, Ripon beat Sariat, Hadi beat Aminul, Sayor beat Shawon, CM Shaon beat Shahin, Sagor beat Gias, Jewel beat Afzal, Salim beat Mehdi and Rashel beat Shahinur. The prize distribution ceremony was held after games yesterday night at same venue. K M Shahidullah, Vice President of Bangladesh Chess Federation was present as chief guest. Dr. Shoeb Reaz Alam, Additional DIG of Bangladesh Police and Joint Secretary of Bangladesh Chess Federation presided over the ceremony. Hazi Tajul Islam, Chairman of Tavir Metal was present as special guest. Masudur Rahman Mallick Dipu, Joint Secretary of Bangladesh Chess Federation gave speech. Md Shahabuddin, CEO of Tanvir Metal, International Arbiter Md Haroon Or Rashid, Chief Arbiter of the event International Arbiter Md Almasur Rahman were present in the ceremony. Total three lac taka prize money given to the winners where champion Momin received fifty thousand taka, runner-up Zahid received thirty thousand taka and Ripon received twenty thousand taka. The event was held 9 round Swiss-League system and 231 players participated in the event.
Media Committee
Bangladesh Chess Federation