
এশিয়ান দাবা ফেডারেশন ও ইরান দাবা ফেডারেশনের আয়োজনে এশিয়ান ক্লাব কাপ হাইব্রিড দাবা চ্যাম্পিয়নশিপের ষষ্ঠ রাউন্ডের খেলা শেষে তিন টি দল দশ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে তালিকায় শীর্ষে রয়েছে। দলগুলো হলোঃ বাংলাদেশের প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ, ইরানের পিরামিড ও সিঙ্গাপুরের এস জি চেস হাব এটদ্যারেট জুরং স্প্রিং। আজ (সোমবার) অনুষ্ঠিত ষষ্ঠ রাউন্ডের খেলায় বাংলাদেশ পুলিশ ৪.৫-১.৫ গেম পয়েন্টে শ্রীলংকার সুপার নাইটস চেস ক্লাব-২ কে পরাজিত করে। বাংলাদেশ পুলিশ দলের পক্ষে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা যথাক্রমে শ্রীলংকার সুপার নাইটস চেস ক্লাবের আমারথুঙ্গা কোসালা সান্দিপা চামিকাররা, জি এইচ এ দুলনিথ সানবিরু, ইন্দোবালা থিসারিন্দু ও বিমানসা জায়ানদিকে পরাজিত করেন। মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম গমেজ দিসান্দি দিহানসার সাথে ড্র করেন। গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান সেনিভিরাতেœর কাছে কাছে হেরে যান। আগামীকাল (মঙ্গলবার) বাংলাদেশ সময় দুপুর ১২-০০ (বারো) টা হতে সপ্তম রাউন্ডের খেলা শুরু হবে। সপ্তম রাউন্ডে বাংলাদেশ পুলিশ সাথে খেলবে। বাংলাদেশ পুলিশ দল বাংলাদেশ দাবা ফেডারেশনের দাবা ক্রীড়া কক্ষে খেলবেন। অনলাইন দাবা প্লাটফরম টরনেলোতে এ প্রতিযোগিতার খেলা অনুষ্ঠিত হচ্ছে।
মিডিয়া কমিটি
বাংলাদেশ দাবা ফেডারেশন
Three teams are sharing leads in the points table with 10 points after 6th round matches of the Asian Club Cup Hybrid Chess Championship 2021 is now being held at online chess platform Tornelo. Teams are: Premier Chess League champion Bangladesh Police, Pyramid of Iran and SGChessHub@Jurong Spring of Singapore. 6th round matches were held today (Monday). In the 6th round match Bangladesh Police beat Super Knight Chess Club-2 of Sri Lanka. GM Enamul Hossain Razib, IM Mohammad Fahad Rahman, IM Abu Sufian Shakil and CM Ahmed walijah of Bangladesh Police won against Amarathunga, Kosala Sandeepa Chamikara, Sanviru G H A Dulnith, Induwara T H D Thisarindu and Bimansa D G Jayandi of Super Knihgt Chess Club-2 respectively. WFM Noshin Anjum of Bangladesh Police drew with Gamage Desandhi Dhihansa of Super Knight Chess Club-2 and GM Ziaur Rahman of Bangladesh Chess Federation lost to Senevirathne, S D B KSuper Knight Chess Club-2. 7th round games will start tomorrow (Tuesday) from 12:00 PM Bangladesh time and Bangladesh Police will play against in 7th round match. Players of Bangladesh Police team are playing from Bangladesh Chess Federation hall-room.
Media Committee
Bangladesh Chess Federation