এশিয়ান দাবা ফেডারেশন ও ইরান দাবা ফেডারেশনের আয়োজনে এশিয়ান ক্লাব কাপ হাইব্রিড দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ রানার্স-আপ হবার গৌরব অর্জন করে। বাংলাদেশ পুলিশ দল ৮ খেলায় ১৬ ম্যাচ পয়েন্ট পেয়ে রানার্স-আপ হয়। ইরানের পিরামিড দল একই ম্যাচ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়। বাংলাদেশ পুলিশ ও ইরানের পিরামিড দলের ম্যাচ পয়েন্ট সমান হলে গেম পয়েন্টের মাধ্যমে স্থান নির্ধারণ করা হয় পিরামিড দলের গেম পয়েন্ট ৪৫.৫ এবং বাংলাদেশ পুলিশ দলের গেম পয়েন্ট ৪৪। বাংলাদেশ পুলিশ চতুর্থ রাউন্ডে চ্যাম্পিয়ন ইরানের পিরামিডকে ৪.৫-১.৫ গেম পয়েন্টে পরাজিত করলেও দুভাগ্যজনকভাবে পঞ্চম রাউন্ডের খেলায় সিঙ্গাপুরের চেস হাবের কাছে ২.৫-৩.৫ গেম পয়েন্টে হেরে শিরোপা জয় হাতছাড়া হয়। সিঙ্গাপুরের চেস হাব জুরং স্প্রিং ১৬ ম্যাচ পয়েন্ট ও ৩৭.৫ গেম পয়েন্ট নিয়ে তৃতীয় হয়। বাংলাদেশ পুলিশ দলের অধিনায়ক ও খেলোয়াড়রা হলেনঃ অধিনায়ক-ডঃ শোয়েব রিয়াজ আলম, খেলোয়াড়ঃ গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, মহিলা আন্তর্জাতিক মাস্টার শারমীন সুলতানা শিরিন, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা। আজ (বৃহস্পতিবার) অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় বাংলাদেশ পুলিশ ৬-০ গেম পয়েন্টে সিঙ্গাপুরের লায়ন সিটি চেস মিটআপকে ৬-০ গেম পয়েন্টে পরাজিত করে। আজ বাংলাদেশ পুলিশে পক্ষে গ্র্যান্ড মাস্টার রাজীব, গ্র্যান্ড মাস্টার জিয়া, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন, মহিলা আন্তর্জাতিক মাস্টার শিরিন এবং মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা যথাক্রমে লায়ন সিটি চেস মিটআপের কেক ওয়ে চুয়াং, অর্নভ কুমার কোনি দিনা, চুয়া কুই ঝে জাইদেন, কোহ ঝে কুয়ান বেনেডিক্ট, বিনয় আদভিকা ও গোহ জিয়ালিং ক্রিস্টেনকে পরাজিত করেন। এশিয়ার বিভিন্ন দেশের শীর্ষস্থানীয় ১৪ ক্লাব এ ইভেন্টে অংশগ্রহণ করে। ৯ দিন ব্যাপী ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে এ ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়
।
মিডিয়া কমিটি
বাংলাদেশ দাবা ফেডারেশন
Bangladesh Police became the runners-up in the Asian Club Cup Hybrid Chess Championship organised by Asian Chess Federation and Iran Chess Federation. Bangladesh Police team got runners-up with 16 match points out of 9 matches. The Iranian pyramid team became the champion with the same match points. The match points of Bangladesh Police and Iran's Pyramid team are equal, the place is determined through game points, Iranian Pyramid has 45½ game points and Bangladesh Police has 44 game points. Bangladesh Police defeated champion Iran Pyramid by 4.5-1.5 game points in the fourth round but unfortunately lost to Chess Hub of Singapore by 2.5-3.5 game points in the fifth round match and failed to clinch the title. The Captain and players of the Bangladesh Police team are: Captain-Dr. Shoeb Reaz Alam, Players are: GM Ziaur Rahman, GM Enamul Hossain Razib, IM Mohammad Fahad Rahman, IM Abu Sufian Shakil, FM Mehdi Hasan Parag, CM Tahsin Tajwar Zia. WIM Sharmin Sultana Shirin, WFM Noshin Anjum and WCM Ahmed Walijah. In the ninth or final round match held today (Thursday), Bangladesh Police defeated Lion City Chess Meetup of Singapore by 6-0 game points. In last round: GM Razib, GM Zia, IM Fahad, CM Tahsin, WIM Shirin and WCM Walijah won against Kek Wei Chuan, Kumar Koni Dena Aarav, Chua, Qi Ze Jayden, Koh Zhe Quan Benedict, Advika Vinai and Goh Jialing Kristen of Lion City Chess Meetup of Singapore respectively. Top 14 clubs from different Asian countries participated in the event. The event was held in a 9-days, 9-round Swiss-league format.
Media Committee
Bangladesh Chess Federation