News

15, December 2021

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ৪৬তম জাতীয় ’বি’ দাবা চ্যাম্পিয়নশিপের খেলা আজ ১৫ ই ডিসেম্বর বুধবার টা হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হবে। দেশের ২১০০ ও এবং এর উপর রেটিং প্রাপ্ত খেলোয়াড় ৬ টি অঞ্চলের বাছাইকৃত খেলোয়াড়, জাতীয় মহিলা চ্যাম্পিয়ন এবং ফেডারেশন মনোনীত খেলোয়াড়সহ ৪৮ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছেন যাদের মধ্যে ২ জন আন্তর্জাতিক মাস্টার, ২ জন আন্তর্জাতিক মহিলা মাস্টার, ৮ জন ফিদে মাস্টার ও একজন মহিলা ফিদে মাস্টার রয়েছেন। আজ প্রথম রাউন্ডের খেলা শেষে ১৬ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছেন। আজ প্রথম রাউন্ডের উল্লেখযোগ্য ফলাফল ছিল ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়ের কাছে ও ক্যান্ডিডেট মাস্টার মোঃ সাইফুল ইসলাম মোহাইমেনুল ইসলামের কাছে হেরে যান। হেরে যান। মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিলের সাথে, ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদ ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সাথে, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়ামের সাথে, মোঃ আরিফুল আমিন ফিদে মাস্টার খন্দকার আমিনুলের সাথে, সাকলাইন মোস্তফা সাজিদ গোলাম মোস্তফা ভূঁইয়ার ও রানা প্রতাপ সিংহ ক্যান্ডিডেট মাস্টার নাইম হকের সাথে ড্র করেন। এ প্রতিযোগিতার খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে এবং শীর্ষস্থান প্রাপ্ত ৯ জন খেলোয়াড় ৪৬তম জাতীয় প্রিমিয়ার দাবা চ্যাম্পিয়নশিপে খেলার সুযোগ পাবেন। দেশের ৫ গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ, মোল্লা আব্দুল্লাহ আল রাকিব, রিফাত বিন সাত্তার, জিয়াউর রহমান ও এনামুল হোসেন রাজীবকে জাতীয় প্রিমিয়ার দাবা চ্যাম্পিয়নশিপে সরাসরি খেলার আমন্ত্রণ জানানো হয়েছে। দ্বিতীয় রাউন্ডের খেলা আগামীকাল (বৃহস্পতিবার) বেলা ৩-০০ (তিন) টা হতে একই স্থানে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
মিডিয়া কমিটি
বাংলাদেশ দাবা ফেডারেশন
 

The game of the Golden Jubilee of Independence 46th National 'B' Chess Championship organised by the Bangladesh Chess Federation started today (Wednesday) at the Sports Room of the Bangladesh Chess Federation. A total of 48 players including 2100 and above rated players, selected players from 6 regions, national woman champion and federation nominated players are participating in the event and 2 International Masters, 2 International Women's Masters, 8 FIDE Masters and 1 FIDE Master participating among them. Today, at the end of the first round match, 16 players won their respective games and got full point. Today the notable result of the first round was that FM Sheikh Nasir Ahmed lost to CM Manon Reza Neer and Candidate Master Md. Saiful Islam lost to Mohaimenul Islam. WFM Noshin Anjum drew with IM Abu Sufian Shakil, FM Mohammad Javed drew with CM Tahsin Tajwar Zia, FM Mehdi Hasan Parag drew with CM Ikramul Haq Siam, Md. Ariful Amin drew with FM Khandaker Aminul Islam and Rana Pratap Singh drew with CM Naeem Haque. The tournament is being held in a 9-round Swiss-league format and the top nine players will have the opportunity to play in the 46th National Premier Chess Championship. Five Grand Masters of the country GM Niaz Murshed, GM Mollah Abdullah Al Rakib, GM Reefat Bin Sattar, GM Ziaur Rahman and GM Enamul Hossain Razib have been invited directly to play in the National Premier Chess Championship. The second round match will start tomorrow (Thursday) from 3-00 PM at same venue
Media Committee
Bangladesh Chess Federation