News

18, December 2021


বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ-২০২১ এর সকল দলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আসন্ন প্রিমিয়ার ডিভিশন দাবা লিগে অংশগ্রহণের জন্য সকল দলকে আগামী ৩০ শে ডিসেম্বরের, ২০২১ মধ্যে দলের এন্ট্রি ও রেজিস্ট্রেশন ফি জমা প্রদান করার এবং দলের পক্ষে অংশগ্রহণকারী খেলোয়াড়দের নামের তালিকা জমা দিতে অনুরোধ করা যাচ্ছে।