News

27, December 2021

মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ও সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী মহিলা দাবা লিগের চতুর্থ রাউন্ডের খেলা শেষে ৬ পয়েন্ট করে নিয়ে তিনটি দল মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। দলগুলো হলোঃ এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি গ্রিন, এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি রেড ও টিম বরিশাল। পাঁচ পয়েন্ট নিয়ে বসির মেমোরিয়াল চেস একাডেমি গ্রিন দ্বিতীয় স্থানে ও চার পয়েন্ট নিয়ে বাংলাদেশ মহিলা দাবা সমিতি তৃতীয় স্থানে রয়েছে। আজ(সোমবার) জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়াকক্ষে চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। চতুর্থ রাউন্ডের খেলায় এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি রেড ২.৫-১.৫ গেম পয়েন্টে বসির মেমোরিয়াল চেস একাডেমি গ্রিনকে ও বাংলাদেশ মহিলা দাবা সমিতি ৩-১ গেম পয়েন্টে খিলগাঁও ঝিলপাড়া সমাজকল্যাণ সংঘকে পরাজিত করে। এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি গ্রিন ২-২ গেম পয়েন্টে টিম বরিশালের সাথে, বসির মেমোরিয়াল চেস একাডেমি রেড ২-২ গেম পয়েন্টে সাউথ পয়েন্ট স্পোর্টসক্লাব-এসপিএসসি’র সাথে ও আগামী চেস গিল্ড ২-২ গেম পয়েন্টে আফরোজ ট্রেডিংয়ের সাথে ড্র করে। আগামীকাল (মঙ্গলবার) বেলা৩-০০ (তিন) টা হতে একই স্থানে পঞ্চম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।