
ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওয়ালটন জাতীয় জুনিয়র (অনুর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপস-২০২২, উদ্বোধনী অনুষ্ঠান আজ (মঙ্গলবার) দুপুরে বাংলাদেশ দাবা ফেডারেশনের দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। ওয়ালটন গ্রুপের সিনিয়র এক্সকিউটিভ ডিরেক্টর এফ, এম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ^ দাবা সংস্থার ৩.২ জোনের প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম, রিয়েল হিরোস এক্সপো এন্ড কমিউনিকেশনের প্রতিষ্ঠাতা ও সিইও এবং কালার ম্যাগাজিনের পরিচালক মার্কেটিং মালা খন্দকার, ক্রীড়া সংগঠক হেদায়েত উল্লাহ তুর্কি। বক্তব্য রাখেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক ও আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন। ওপন বিভাগে ৮০ জন ও বালিকা বিভাগে ৩১ জন খেলোয়াড় অংশগ্রহণ করছেন। উদ্বোধনী অনুষ্ঠানে পরপরই জাতীয় ক্রীড়া পরিষদেও পুরাতন ভবনের নীচ তলাস্থ সভা কক্ষ ও তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে খেলা শুরু হয়। প্রথম রাউন্ডের খেলঅয় ফিওেদ মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ইশমাম ইনান নাসিফকে, ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় আয়ান কামাল তালুকদারফিদে মাস্টার সুব্রত বিশ^াস আব্দুল কাইয়ুমকে, সাকলাইন মোস্তফা সাজিদ আদরিয়ান ফেরদৌসকে, মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুমআজরাফ আনানকে, স্বর্নাভো চৌধুরী এলিনা আমরিনকে, মোহাম্মদ সাগর উল্লাহ আরফান ইসলামকে, দব্য দাস গুপ্ত আরিয়ান জহিরকে, মোঃ আজমাইন পারভেজ সায়র আরিক হোসেন ইকোকে, মোর্তুজা মাহাথির ইসলাম আরিয়ান তাহসিন পাইনকে, সজিব দাস আরিয়ান তাসফিকুর রহমানকে ও মাহিন আহমেদ শুভ ফাবিয়ান ফেরদৌসকে পরাজিত করেন। বালিকা বিভাগে মহিলা ক্যান্ডিডেট মাস্টার ও জাতীয় মহিলা চ্যাম্পিয়ান জান্নাতুল ফেরদৌস আয়েশা আক্তারকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজাআরিশা হোসেনকে, নুশরাত জাহান আলো নুশাইবা আলিজাকে, কাজী জারিন তাসনিম আয়মান নোশিনকে ও ওয়াদিফা আহমেদ মুর্কারামা মারজুকাকে পরাজিত করেন। প্রতিযোগিতার খেলা ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে। ওপেন বিভাগে নগদ ষাট হাজার টাকা ও বালিকা বিভাগে চল্লিশ হাজার টাকা অর্থ পুরস্কার দেয়া হবে। দ্বিতীয় রাউন্ডের খেলা আগামীকাল (বুধবার) বেলা ৩-০০ টা হতে একই স্থান সমূহে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।
মিডিয়া কমিটি
বাংলাদেশ দাবা ফেডারেশন