News

24, February 2022


ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ওয়ালটন জাতীয় জুনিয়র (অনুর্ধ্ব-২০) দাবা চ্যাম্পিয়নশিপস-২০২২, ওপেন ও বালিকা এর পুরস্কার বিতরনী অনুষ্ঠান আজ (বৃহস্পতিবার) দুপুরে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। ওয়ালটন গ্রুপের সিনিয়র নির্বাহী পরিচালক এফ, এম, ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি এবং টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান কে এম শহিদউল্যা এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু এবং কার্যনির্বাহী সদস্য আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি। বক্তব্য রাখে আন্তর্জাতিক বিচারকে মোঃ হারুন অর রশিদ ও কার্যানির্বাহী সদস্য সজল মাহমুদ।

WALTON 40th National Junir (Under-20) Chess Championships 2022, Open

ওপেন বিভাগের চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সুব্রত বিশ^াস পনেরো হাজার টাকা অর্থ পুরস্কার, ক্রেস্ট ও ওয়ালটন সামগ্রী, রানার-আপ বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম দশ হাজার টাকা অর্থ পুরস্কার, ক্রেস্ট ও ওয়ালটন সামগ্রী এবং তৃতীয় কক্সবাজারের মোহাম্মদ সাগর উল্লাহ ছয় হাজার টাকা অর্থ পুরস্কার, ক্রেস্ট ও ওয়ালটন সামগ্রী লাভ করেন। ওপেন বিভাগে মোট ১৫ জনকে পুরস্কার দেয়া হয়।

বালিকা বিভাগে চ্যাম্পিয়ন বাংলাদেশ নৌবাহিনীর মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজা দশ হাজার টাকা অর্থ পুরস্কার, ক্রেস্ট ও ওয়ালটন সামগ্রী, রানার-আপ চট্টগ্রামের তাসফিয়া তাহসিন প্রিমা সাত হাজার টাকা অর্থ পুরস্কার, ক্রেস্ট ও ওয়ালটন সামগ্রী এবং তৃতীয় বাংলাদেশ নৌবাহিনীর কাজী জারিন তাসনিম পাঁচ হাজার টাকা অর্থ পুরস্কার, ক্রেস্ট ও ওয়ালটন সামগ্রী লাভ করেন। বালিকা বিভাগে মোট ১০ জনকে পুরস্কার প্রদান করা হয়। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ চ্যাম্পিয়নশিপসের ওপেন বিভাগে ৮৩ জন এবং বালিকা বিভাগে ৩১ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। বিজয়ীদের মোট নগদ এক লক্ষ টাকা অর্থ পুরস্কার, ওয়ালটন সামগ্রী, ক্রেস্ট ও মেডেল দেয়া হয়।

WALTON 40th National Junir (Under-20) Chess Championships 2022, Girls