News

10, March 2022



শাহ্ সিমেন্টের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ ও প্রথম বিভাগ দাবা লিগ এর খেলা আজ বৃহস্পতিবার হতে তোপখানা রোডস্থ এশিয়া হোটেল এন্ড রিসোর্টের লেবেন ১১ এর ক্রাউন হলে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের হল-রুমে শুরু হয়েছে। খেলা শুরুর পূর্বে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শহিদউল্যা, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ড. শোয়েব রিয়াজ আলম এবারের প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক দিপু, বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য মনিরুজ্জামান পলাশ, আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি, সজল মাহমুদ উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিক উদ্বোধনের পরপরই প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের খেলা শুরু হয়।



প্রিমিয়ার ডিভিশনের প্রথম রাউন্ডের খেলায় গতবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ ২.৫-১.৫ গেম পয়েন্টে প্রিমিয়ার ডিভিশনে নবাগত ম্যানহা’স ক্যাসেলকে পরাজিত করেন। বাংলাদেশ পুলিশের পক্ষে ভারতীয় গ্র্যান্ড মাস্টার ডি, গুকেশ ও গ্র্যান্ড মাস্টার মোল্লাহ আব্দুল্লাহ আল রাকিব যথাক্রমে ম্যানহা’স ক্যাসেলের ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী ও জাবেদ আল আজাদকে পরাজিত করেন এবং বাংলাদেশ পুলিশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান ম্যানহা’স ক্যাসেলের ভারতীয় গ্র্যান্ড মাস্টার মেনডেনকা লিওন লুকের সাথে ড্র করেন এবং ম্যানহা’স ক্যাসেলের ভারতীয় গ্র্যান্ড মাস্টার হার্ষাভারতকুটি বাংলাদেশ পুলিশের ভারতীয় জাতীয় চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার এরিগেসি অর্জনকে পরাজিত করেন।



সাইফ স্পোর্টিং ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদকে পরাজিত করে। সাইফ স্পোর্টিং ক্লাবের পক্ষে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও ইরানের গ্র্যান্ড মাস্টার ইদানি পোউয়া যথাক্রমে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের সাদনান হাসান দিহান ও ভারতীয় গ্র্যান্ড মাস্টার সংকল্প গুপ্তকে পরাজিত করেন। রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের অনত চৌধুরী সাইফ স্পোটির্ং ক্লাবের জাতীয় দাবা চ্যাম্পিয়ন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীবকে পরাজিত করেন। সাইফ স্পোটির্ং ক্লাবের জর্জিয়ার গ্র্যান্ড মাস্টার মচিডলিশভ্যালি মিখাইল রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের ভারতীয় গ্র্যান্ড মাস্টার নারায়নান শ্রীনাথের সাথে ড্র করেন।

গতবারের রানার্স-আপ শাহিন চেস ক্লাব ৩-১ পয়েন্টে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটিকে পরাজিত করেন। শাহিন চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মোঃ শওকত বিন ওসমান শাওন, ভারতীয় দুই আন্তর্জাতিক মাস্টার আদিত্য মিত্তাল ও ভি প্রনভ থাক্রমে জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান ইমন, ভারতীয় পানিসার বিদান্ত ও মোঃ আনিসুর রহমানকে পরাজিত করেন। জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটির ভারতীয় ফিদে মাস্টার এস হারশাদ শাহিন চেস ক্লাবের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীকে পরাজিত করেন।

বাংলাদেশ বিমান প্রথম খেলায় ২.৫-১.৫ গেম পয়েন্টে শেখ রাসেল চেস ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ বিমানের পক্ষে ভারতীয় গ্র্যান্ড মাস্টার মিত্রভা গুহ ও ক্যান্ডিডেট মাস্টার নাইম হক যথাক্রমে শেখ রাসেল চেস ক্লাবের শফিক আহমেদ ও সাকলাইন মোস্তফা সাজিদকে পরাজিত করেন। বিমানের ভারতীয় গ্র্যান্ড মাস্টার অভিমান্যু পৌরনিক শেখ রাসেল চেস ক্লাবের ভারতীয় গ্র্যান্ড মাস্টার শ্যাম সুন্দরের সাথে ড্র করেন। শেখ রাসেল চেস ক্লাবের ভারতীয় গ্র্যান্ড মাস্টার দিপ্তায়ন ঘোষ বাংলাদেশ বিমানের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়াকে পরাজিত করেন।

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ২-২ গেম পয়েন্টে বাংলাদেশ নৌবাহিনীর সাথে ড্র করেন। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ভারতীয় আন্তর্জাতিক মাস্টার ভারত সুভ্রমানিয়াম নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিহনাজ উদ্দিনকে এবং নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়কে পরাজিত করেন। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের

ভারতীয় ফিদে মাস্টার নিতিশ ভেলুকার ও ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম যথাক্রমে বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার সেখ নাসির আহমেদ ও ফিদে মাস্টার সুব্রত বিশ^াসের সাথে ড্র করেন।



তিতাস ক্লাব ২-২ পয়েন্টে লিওনাইন চেস ক্লাবের সাথে ড্র করে। তিতাস ক্লাবের পক্ষে ভারতীয় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখও ক্যানিএডট মাস্টার মোঃ সাইফুর রহমান যথাক্রমে লিওনাইন চেস ক্লাবের মোঃ আবজিদ রহমান ও আসিফ মাহমুদকে পরাজিত করেন। লিওনাইন চেস ক্লাবের পক্ষে দুই ভারতীয় আন্তর্জাতিক মাস্টার অরন্যক ঘোষ ও শ্রীজিৎ পল যথাক্রমে তিতাস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার চঞ্চল কুমার ঘোষ ও ভারতীয় গ্র্যান্ড মাস্টার হিমাংশু শর্মাকে পরাজিত করেন।

দ্বিতীয় রাউন্ডের খেলা আগামীকাল (শুক্রবার) বিকাল ৪-০০ (চার) টা হতে হোটেল এশিয়ায় শুরু হবে। প্রথম বিভাগ দাবা লিগের খেলা আজ (বৃহস্পতিবার) হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে শুরু হয়। প্রথম রাউন্ডের খেলায় পল্লী সঞ্চয় ব্যাংক ৪-০ গেম পয়েন্টে অগ্রনী ব্রাংক দাবা দলকে, বসির মেমোরিয়াল চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে ক্যাসপারভ চেস ক্লাবকে, সুলতানা কামাল স্মৃতি পাঠাগার ২.৫-১.৫ গেম পয়েন্টে ইসফট এরিনা চেস ক্লাবকে, খেলাঘর দাবা সংঘ, গোপালগঞ্জ ৩.৫-০.৫ গেম পয়েন্টে সাংবাদিক শাহনূর খান স্মৃতি সংসদকে, ঢাকা চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে মীর চেস ক্লাবকে ও সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে একসেস চেস ক্লাবকে পরাজিত করে। প্রথম বিভাগ দাবা লিগের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের পর বিকাল ৪-০০ টা হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।