ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারশনের আয়োজনে ওয়ালটন আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার খেলা আজ (সোমবার) হতে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষ ও জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নীচতলাস্থ সভাকক্ষে শুরু হয়। খেলা শুরুর পূর্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি এর সিনিয়র নির্বাহী পরিচালক ও হেড অব গেমস এন্ড ওয়েলফেয়ার জনাব এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শহিদউল্যা-ও সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ^ দাবা সংস্থার জোন ৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম। বক্তব্য রাখেন আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ ও বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য সজল মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানের পর বেলা দুপুর ২-০০ (দুই) টা হতে প্রতিযোগিতার খেলা শুরু হয়। এ প্রতিযোগিতায় ২ জন গ্র্যান্ড মাস্টার, ২ জন আন্তর্জাতিক মাস্টার, ৬ জন ফিদে মাস্টার, ১ জন মহিলা ফিদে মাস্টার ও ৭ জন ক্যান্ডিডেট মাস্টারসহ মোট ১৩৭ জন খেলোয়াড় অংশগ্রহন করছেন। প্রথম রাউন্ডের খেলা শেষে ৬৫ জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট অর্জন করেন। প্রথম রাউন্ডের খেলায় গ্র্যান্ড মাস্টার জিয়া আল সাহিদকে, গ্র্যান্ড মাস্টার রাজীব সাইফকে, আন্তর্জাতিক মাস্টার ফাহাদ মালেককে, আন্তর্জাতিক মাস্টার মিনহাজ মনিরকে, ফিদে মাস্টার পরাগ আলোকে, ফিদে মাস্টার আমিন ফারুক মাঝিকে, ক্যান্ডিডেট মাস্টার শরীফ মৃদুলকে, ফিদে মাস্টার নাসির ফারুককে, ক্যান্ডিডেট মাস্টার দিহান ওসমানকে, ক্যান্ডিডেট মাস্টার নীড় রেজোয়ানকে ও মহিলা ফিদে মাস্টার নোশিন রশিদকে, ফিদে মাস্টার মাহফুজ তানভীরকে, আমিরুল ক্যান্ডিডেট মাস্টার জামালকে, ফিদে মাস্টার জাভেদ আজাদকে, ক্যান্ডিডেট মাস্টার শাওন মিলনকে ও মাহবুব ক্যান্ডিডেট মাস্টার সোহেলকে পরাজিত করেন। খুশবু আবজিদের সাথে ড্র করেন। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় এ প্রতিযোগিতায় বিজয়ীদের মোট নগদ দুই লক্ষ টাকা অর্থ পুরস্কার, ওয়ালটন সামগ্রী দেয়া হবে। আজ (মঙ্গলবার) দুপুর ২-০০ (দুই) টা হতে দ্বিতীয় রাউন্ডের খেলা একই স্থান সমূহে শুরু হবে।