News

18, July 2022


সাইফ পাওয়ারটেক লিমিটেডের এর আর্থিক পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে সাইফ পাওয়ারটেক দ্বিতীয় বিভাগ দাবা লিগের উদ্বোধনী অনুষ্ঠান আজ (সোমবার) বিকালে টা হতে জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নীচতলাস্থ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সাইফ পাওয়ারটেক লিমিটেডের নির্বাহী পরিচালক মেজর (অবঃ) ফারুক আহমেদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এবারের সাইফ পাওয়ারটেক দ্বিতীয় বিভাগ দাবা লিগের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শহিদউল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক আন্তর্জাতিক অর্গানাইজার মাসুদুর রহমান মল্লিক দিপু ও বাংলাদেশ দাবা ফেডারেশনের  কার্যনির্বাহী সদস্য আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যানির্বাহী কমিটির দুই সদস্য জাকির আহমেদ ও মোঃ সজল মাহমুদ। উদ্বোধনী অনুষ্ঠানের পর জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের নীচতলাস্থ সভাকক্ষ ও তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে খেলা শুরু হয়। মোট ৪০ টি দল এবারের দ্বিতীয় বিভাগ দাবা লিগে অংশগ্রহণ করছে। ৯ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠানরত এ দাবা লিগের শীর্ষস্থান প্রাপ্ত ২ টি দল আগামী ২০২২ সনের প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণ করার সুযোগ পাবে।

প্রথম রাউন্ডে এ বিজ্ঞপ্তি লেখা পর্যন্ত  বাংলাদেশ পুলিশ প্রাইম চেস টিম ৩.৫-০.৫ গেম পয়েন্টে বুয়েট চেস ক্লাবকে, স্পোর্টিস বাংলা ৪-০ গেম পয়েন্টে আফরোজা চেস ওয়ার্ল্ডকে, সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব ৩-১ গেম পয়েন্টে তিতাস ক্লাবকে, নূরুল ইসলাম স্মৃতি পাঠাগার ৩.৫-০.৫ গেম পয়েন্টে এ,সি,পি,বি ঝিনাইদকে দেশসেবা ক্রীড়া চক্র ৪-০ গেম পয়েন্টে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমি-বনানীকে, গোয়ালন্দ দাবা ক্লাব ৩-১ গেম পয়েন্টে বাংলাদেশ পুলিশ গোল্ড চেস ক্লাবকে, দিপালী মেমোরিয়াল ক্লাব ৪-০ গেম পয়েন্টে জিএন এগ্রো ডেইরীকে, বাংলাদেশ ব্যাংক ক্লাব ৪-০ গেম পয়েন্ট শেখ রাসেল চেস একাডেমিকে, কিংস চেস ক্লাব টাঙ্গাইল ২.৫-১.৫ গেম পয়েন্টে ঢাকা চেস একাডেমিকে, বাংলাদেশ পুলিশ ক্রাউন চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে অগ্নিবীনা স্পোর্টিং ক্লাবকে, দাবা ত্রয়ী অগ্রজ স্মরন সংঘ ৩-১ গেম পয়েন্টে বাংলাদেশ শিশু একাডেমিকে, শওকত ওসমান স্মৃতি পরিষদ ৪-০ গেম পয়েন্টে সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাব-২ কে ও বাংলাদেশ পুলিশ স্টার চেস ক্লাব ৪-০ গেম পয়েন্টে ডিপিএস এসটিএস স্কুল চেস টিম গ্রিনকে পরাজিত করেন।

অন্যান্য খেলা এ বিজ্ঞপ্তি লেখা পর্যন্ত চলছিল। আগামীকাল (মঙ্গলবার) বেলা ৩-০০ (তিন) টা টতে একই স্থানে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে।