News

10, December 2022



সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ-২০২২ এ সাইফ স্পোর্টিং ক্লাব অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছে। সাইফ স্পোর্টিং ক্লাব ১০ খেলায় ১৮ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করে। সাইফ স্পোর্টিং ক্লাবের পক্ষে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের অংশগ্রহণ করেন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান, ভারতীয় গ্র্যান্ড মাস্টার এস, এল, নারায়ানান, ইরানের গ্র্যান্ড মাস্টার ইদানি পোওয়া ও ফিদে মাস্টার সুব্রত বিশ্বাস। সাইফ স্পোর্টিং ক্লাবের নন প্লেয়িং অধিনায়ক আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি।


গত তিনবারের প্রিমিয়ার দাবা লিগ চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশ রানার্স-আপ হয়েছে। বাংলাদেশ পুলিশ ১০ খেলায় ১৬ পয়েন্টে পেয়ে রানার্স-আপ হয়। বাংলাদেশ পুলিশ দলের পক্ষে অংশ নেন নন প্লেয়িং অধিনায়ক ড. শোয়েব রিয়াজ আলম খেলোয়াড়রা হলেনঃ ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ভারতীয় গ্র্যান্ড মাস্টার সন্দিপন চান্দা, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ, ভারতীয় গ্র্যান্ড মাস্টার হার্ষা ভারতকোটি ও ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ।



পল্লী সঞ্চয় ব্যাংক ১০ খেলায় ১৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থান লাভ করে। পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষে অংশগ্রহণ করেন গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ (অধিনায়ক), শফিক আহমেদ, জর্জিয়ার গ্র্যান্ড মাস্টার পেন্টসুলিয়া লিভান, রাশিয়ান গ্র্যান্ড মাস্টার রাখমানভ আলেকজান্ডার, ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া ও মোঃ আনিচুজ্জামান জুয়েল।

১৪ পয়েন্ট করে অর্জন করে ম্যানহা’স ক্যাসেল ও বাংলাদেশ বিমান গেম পয়েন্ট তাদের স্থান নির্ধারণ করা হয়। ম্যানহা’স ক্যাসেল ২৬.৫ গেম পয়েন্ট পেয়ে চতুর্থ ও বাংলাদেশ বিমান ২৫.৫ গেম পয়েন্টে পেয়ে পঞ্চম হয়। লিওনাইন চেস ক্লাব ১০ পয়েন্ট নিয়ে ষষ্ঠ হয়। তিতাস ক্লাব ৯ পয়েন্ট নিয়ে সপ্তম, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ৬ পয়েন্ট নিয়ে অষ্টম, শেখ রাসেল চেস ক্লাব ৪ পয়েন্ট নিয়ে নবম, রুপালী ব্যাংক ক্রীড়া পরিষদ ২ পয়েন্ট দশম এবং সুলতানা কামাল স্মৃতি সংসদ ১ পয়েন্ট নিয়ে একাদশ স্থান পায়। বোর্ড পুরস্কার- প্রথম বোর্ড-সাইফ স্পোর্টি ক্লাবের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, ৯ খেলায় সাড়ে সাত পয়েন্ট রেটিং পারফরমেন্স-২৪৫৯, দ্বিতীয় বোর্ড-ম্যানহা’স ক্যাসেলে গ্র্যান্ড মাস্টার মেনডোনকা লিওন লুকে, পয়েন্ট-১০ খেলায় সাড়ে সাত পয়েন্ট রেটিং পারফরমেন্স-২৪৪২, তৃতীয় বোর্ড-বাংলাদেশ বিমানের গ্র্যান্ড মাস্টার দীপ্তায়ন ঘোষ, পয়েন্ট-১০ খেলায় সাড়ে সাত পয়েন্ট রেটিং পারফরমেন্স-২৫৫৩, চতুর্থ বোর্ড-পল্লী সঞ্চয় ব্যাংকের গ্র্যান্ড মাস্টার রাখমানভ আলেকজান্ডার, পয়েন্ট-১০ খেলায় ৮ পয়েন্ট রেটিং পারফরমেন্স-২৬২২, অতিরিক্ত ১-বাংলাদেশ পুলিশের হার্ষা ভারতকোটি, পয়েন্ট-১০ খেলায় ৮ পয়েন্ট রেটিং পারফরমেন্স-২৫৫৭ এবং অতিরিক্ত ২- লিওনাইন চেস ক্লাবের আসিফ মাহমুদ, পয়েন্ট-৬ খেলায় আড়াই পয়েন্ট, রেটিং পারফরমেন্স-২২১২। একদশ বা শেষ রাউন্ডের খেলা আজ (শনিবার) তোপখানা রোডস্থ এশিয়া হোটেল ও রিসোর্টের লেবেল-১১ এর ক্রাউন হলে অনুষ্ঠিত হয়। শেষ রাউন্ডের খেলায় সাইফ স্পোর্টিং ক্লাব ৩-১ গেম পয়েন্টে লিওনাইন চেস ক্লাবকে পরাজিত করে। সাইফ স্পোর্টিং ক্লাবের গ্র্যান্ড মাস্টার রাজীব ও গ্র্যান্ড মাস্টার নারায়ানান যথাক্রমে লিওনাইন চেস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক ও ভারতীয় আন্তর্জাতিক মাস্টার হারিকৃষ্ণান এ আরকে পরাজিত করেন।

সাইফ স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ও গ্র্যান্ড মাস্টার ইদানি যথাক্রমে লিওনাইন চেস ক্লাবের ভারতীয় আন্তর্জাতিক মাস্টার মুথাইয়া আল ও আসিফ মাহমুদের সাথে ড্র করেন। বাংলাদেশ পুলিশ ২.৫-১.৫ গেম পয়েন্টে শেখ রাসেল চেস ক্লাবকে পরাজিত করে। বাংলাদেশ পুলিশের ফিদে মাস্টার পরাগ শেখ রাসেল চেস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার জামাল উদ্দিনকে পরাজিত করেন। শেখ রাসেল চেস ক্লাবের মোঃ আবজিদ রহমান, ভারতীয় ফিদে মাস্টার আরধ্য গর্গ ও ভারতীয় ক্যান্ডিডেট মাস্টার সংকলন শাহ যথাক্রমে বাংলাদেশ পুলিশের গ্র্যান্ড মাস্টার জিয়া, গ্র্যান্ড মাস্টার সন্দিপন ও গ্র্যান্ড মাস্টার হার্ষার সাথে ড্র করেন।

পল্লী সঞ্চয় ব্যাংক ২.৫-১.৫ গেম পয়েন্টে ম্যানহা’স ক্যাসেলকে পরাজিত করে। পল্লী সঞ্চয় ব্যাংকের গ্র্যান্ড মাস্টার পেন্টসুলাইয়া ও ফিদে মাস্টার তাহসিন যথাক্রমে ম্যানহা’স ক্যাসেলের ভারতীয় গ্র্যান্ড মাস্টার মেনডোনকা লিওন লুকে ও গ্র্যান্ড মাস্টার রিফাত বিন সাত্তারকে পরাজিত করেন। ম্যানহা’স ক্যাসেলের ক্যান্ডিডেট মাস্টার মোঃ শওকত বিন ওসমান শাওন পল্লী সঞ্চয় ব্যাংকের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদকে পরাজিত করেন।

ম্যানহা’স ক্যাসেলের ভারতীয় গ্র্যান্ড মাস্টার পি ইনিয়ান পল্লী সঞ্চয় ব্যাংকের গ্র্যান্ড মাস্টার রাখমানভের সাথে ড্র করেন। তিতাস ক্লাব ৪-০ গেম পয়েন্টে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদকে পরাজিত করে। তিতাস ক্লাবের পক্ষে অনত চৌধুরী, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার কোস্তভ চ্যাটার্জী, ভারতীয় আন্তজতক মাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখ ও ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম যথাক্রমে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের ফিদে মাস্টার রেজাউল হক, মোঃ সিদ্দীকুর রহমান, স্বর্নাভো চৌধুরী ও এ বি বাপ্পীকে পরাজিত করেন।

উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে পরাজিত করে। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ভারতীয় ফিদে মাস্টার আরিয়ান ভার্ষনে ও ভারতীয় আন্তর্জাতিক মাস্টার যথাক্রমে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের আব্দুল মোমিন ও ওয়ারসিয়া খুশবুকে পরাজিত করেন। সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের মোহাম্মদ শামীম উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের হৃষিন তালুকদারকে পরাজিত করেন। উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের মোঃ মাসুম হোসেন সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের হাবিবুর রহমানের সাথে ড্র করেন।

শেষ রাউন্ডে বাংলাদেশ বিমানের বিরতি ছিল। সর্বনি¤েœা স্থানের জন্য সুলতানা কামাল স্মৃতি পাঠাগার ও অংশ না নেয়ায় শাহিন চেস ক্লাব প্রথম বিভাগের নেমে গেছে। খেলা শেষে সন্ধ্যায় পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি কে এম শহিদউল্যা, সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম ও যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি ড. শোয়েব রিয়াজ আলম বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। বক্তব্য রাখেন সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ও লিগ কমিটির সদস্য সচিব মাসুদুর রহমান মল্লিক, বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য সাইফ স্পোর্টিং ক্লাবের অধিনায়ক আন্তর্জাতিক অর্গানাইজার মাহমুদা হক চৌধুরী মলি, বাংলাদেশ পুলিশে কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুবুর রহমান, ম্যানহা’স ক্যাসেলের সভাপতি লোকমান হোসেন লাভলু ও পল্লী সঞ্চয় ব্যাংকের আরিফুজামান এবং আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ বক্তব্য রাখেন।

মিডিয়া কমিটি
বাংলাদেশ দাবা ফেডারেশন