News

21, April 2024


বাংলাদেশ নৌবাহিনী ও নারায়ণগঞ্জের ফিদে মাস্টার মনন রেজা নীড় থাইল্যান্ডের হুয়া হিন জেলায় অনুষ্ঠিত ২১ তম ব্যাংকক চেস ক্লাব ওপেন ২০২৪ হতে ১০ খেলার একটি আন্তর্জাতিক মাস্টারের নর্ম লাভ করেছেন। ফিদে মাস্টার মনন রেজা নীড় এ ইভেন্টে ৯ খেলায় সাড়ে ছয় পয়েন্ট অর্জন করেন। আন্তর্জাতিক মাস্টারের নর্মের জন্য নির্ধারিত পয়েন্টে চেয়ে এক পয়েন্ট বেশী অর্জন করায় নর্মটি ১০ খেলার নর্ম হয়েছেন। তিনি মাত্র আধা পয়েন্টর জন্য গ্র্যান্ড মাস্টারের নর্ম লাভে ব্যর্থ হয়েছেন। আজ (রোববার) অনুষ্ঠিত নবম বা শেষ রাউন্ডের খেলায় ভারতের গ্র্যান্ড মাস্টার মিত্রভা গুহর কাছে হেরে গ্র্যান্ড মাস্টারের নর্ম হাত ছাড়া করেন, গ্র্যান্ড মাস্টার নর্মের জন্য তার ড্র-য়ের প্রয়োজন ছিলো। ফিদে মাস্টার নীড় সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ড মাস্টার মিত্রভার ফ্রেঞ্চ ডিফেন্সের বিরুদ্ধে খেলেন এবং ২০ চালে অনেক ভালো অবস্থানে চলে যান। কিন্তু এরপর কয়েকটি দুর্বল চাল দিয়ে অবস্থান খাপার করে ফেলেন, পরবর্তীতে ৪৯ চালে হেরে যান। ফিদে মাস্টার মনন রেজা নীড় সপ্তম স্থান লাভ করেছেন। বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল সাড়ে পাঁচ পয়েন্ট নিয়ে ৫২তম, ফিদে মাস্টার মোঃ তৈয়বুর রহমান পাঁচ পয়েন্ট নিয়ে ৮১তম, বাংাদেশ বিমানের ফিদে মাস্টার নাইম হক সাড়ে চার পয়েন্ট নিয়ে ১৩০তম ও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাসরিক সায়হান শান সাড়ে তিন পয়েন্ট নিয়ে ১৭৮তম হন। সাড়ে সাত পয়েন্ট করে নিয়ে ইউক্রেনের গ্র্যান্ড মাস্টার বেরনাডস্কাই ভিটালি চ্যাম্পিয়ন ও গ্র্যান্ড মাস্টার মিত্রভা গুহ রানার-আপ হন। ৩৬ টি দেশের ১১ জন গ্র্যান্ড মাস্টার, ২২ জন আন্তর্জাতিক মাস্টারসহ মোট ২২৭ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করেন।