এশিয়ান অনলাইন স্কুলস দাবা চ্যাম্পিয়নশিপ ২০২১, বালিকা বিভাগ
অনলাইন দাবা প্লাটফর্ম টোরনেলোতে অনুষ্ঠিত এশিয়ান অনলাইন স্কুল দাবা চ্যাম্পিয়নশিপস ২০২১ এর বালিকা বিভাগের অনুর্ধ্ব-৯ গ্রুপে বাংলাদেশের সাউথ পয়েন্ট স্কুল ও কলেজের ওয়ারসিয়া খুশবু অপরাজিত চ্যাম্পিয়ন হাব গৌরব অর্জন করেছেন। খুশবু ৯ খেলায় ৮ পয়েন্ট পেয়ে শিরেপা জয় করেন। নবম রাউন্ডের খেলা শেষে খুশবু ও ইরানের সাদানপৌর সাদা উভয়েই ৮ পয়েন্ট অর্জন করায় টাই-ব্রেকিং পদ্ধতির পারস্পারিক খেলার ফলাফলে খুশবু চ্যাম্পিয়ন হয়ে স্বর্ন পদক পান। আজ (বোরবার) অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় খুশবু ভারতের করুপ্পা উপালীকে পরাজিত করেন এবং অষ্টম ও নবম রাউন্ডে যথাক্রমে মঙ্গোলিয়ার মায়াগমার সেগমের সাথে ও ভারতের শ্রীকার্তিকা ভেলমুরুগানের সাথে ড্র করেন। বালিকা অনুর্ধ্ব-১১ গ্রুপে বাংলাদেশের নীলাভা চৌধুরী ৯ খেলায় ৬ পয়েন্ট নিয়ে ১০ স্থান লাভ করেন। অন্যান্যদের স্থান সমূহ হলোঃ বালিকা অনুর্ধ্ব-১৩ গ্রুপে ২৯তম- ইশরাত জাহান দিবা, পয়েন্ট-৫, ৩৭তম-ওয়াদিফা আহমেদ, পয়েন্ট-৪.৫, ৪৩তম-আলিজা নুশাইবা ইসলাম, পয়েন্ট-৪, ৬৯তম-ফাতিহা ইয়ানুন দিয়া, পয়েন্ট-১ এবং ৭০তম-সৈয়দা নুশাইবা মাহমুদ, পয়েন্ট-১। বালিকা অনুর্ধ্ব-১৫ গ্রুপে ৩৭তম- সপ্তর্ষি রহমান, পয়েন্ট-৪, ৩৮তম-নুশরাত জাহান আলো, পয়েন্ট-৪ ও ৪৫তম-ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবা, পয়েন্ট ৩.৫, বালিকা অনুর্ধ্ব-১৭ গ্রুপে ৫১তম- নওরিন ফাতেমা তোয়া, পয়েন্ট-৩ এবং ৫২তম-মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুম, পয়েন্ট-৩ (৬ খেলায়)। অসুস্থতার কারণে আজ নোশিন খেলায় অংশ নিয়ে পারেনি। বালিকা অনুর্ধ্ব-৭ গ্রুপে ৩৬তম-আরিসা হোসেন তুবা, পয়েন্ট-৩ এবং বালিকা অনুর্ধ্ব-৯ গ্রুপে ৫৯তম-জুনাইরা রহমান, পয়েন্ট-৩। এশিয়ার ২৪ টি দেশের ৩৬১ জন বালিকা বিভিন্ন বয়সের ক্যাটাগরিতে বালিকা বিভাগে অংশগ্রহণ করছেন। বাংলাদেশ দলের হেড অব ডেলিগেটের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক অর্গানাইজার, ফিদে ইন্সট্রাক্টর ও মহিলা ফিদে মাস্টার মাহমুদা হক চৌধুরী মলি।
মিডিয়া কমিটি
বাংলাদেশ দাবা ফেডারেশন
Asian Schools Online Chess Championships 2021, Girl’s Section
Warsia Khusbu, student of South Point School & College became unbeaten champion in the girls' under-9 group of girls section of the Asian Online Schools Chess championships held at the online chess platform Tornelo. Khusbu earned 8 points out of 9 games to clinch the title of Girl’s Under-9 age group. After the end of the 9th round Khusbu and Shadanpour Sana of Iran both earned 8 points each. Inter direct encounter of tie-breaking system Khusbu became champion because she beat Sana in 5th round. 7th, 8th and 9th round games were held today (Sunday). In 7th round Khusbu beat Krupha S Ukkali of India, in 8th round Khusbu drew with Myagmar Tselmeg of Mongolia and in 9th round Khusbu drew with Sreekarthika Velmurugan of India. Neelava Choudhury became 10th in the girl’s under-11 group with 6 points. Other places are: In Girls Under-13 group: 29th- Ishrat Jahan Diba, points-5, 37th-Wadifa Ahmed, points- 4½, 43rd-Aliza Nusaiba Islam points-4, 69th-Fatiha Eyenoon Diya, point-1 and 70th-Syeda Nushaiba Mahmud, points-1. In the girl’s under-15 group 37th-Shoptorshi Rahman, points-4, 38th-Nusrat Jahan Alo, points-4 and 43rd-Omnia Binte Yusuf Lubaba, points-3½. In girls Under-17 group 51st- Nawrin Fatema Toa, points-3 and 52nd-Women's FIDE Master Noshin Anjum, points 3 (6 games). WFM Noshin can’t play today due to sickness. In the girl’s under-7 group 36th-Arisa Hossain Tuba points-3 and in the girl’s under-9 group 59th-Zunairah Rahman, points-3. Total 361 girls from 24 countries in Asia are participating in the girl’s section in different age categories. IO, NA, FA, WCM Mahmuda Hoque Chowdhury Moly is the head of Delegate of Bangladesh team.
Media Committee
Bangladesh Chess Federation