আকিজ সিরামিকস এর পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মুজিব বর্ষ ১ম মহিলা দাবা লিগের উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল ৮ ই সেপ্টেম্বর বুধবার বেলা ৩-০০ টা হতে ৩৪/১ তোপখানা রোডস্থ এশিয়া হোটেল এন্ড রিসোর্টের ক্রাউন হলে অনুষ্ঠিত হবে।। পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এর সভানেত্রী জীশান মির্জা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মুজিব বর্ষ প্রথম মহিলা দাবা লিগ এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম ও আকিজ সিরামিকসের সিনিয়র মার্কেটিং ম্যানেজার আবু জুবায়ের মোহাম্মদ রাসেল। অনুষ্ঠানে সভানেত্রীত্ব করবেন বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহিলা দাবা কমিটির চেয়ারম্যান আঞ্জুমান আরা আকসির। উদ্বোধনী অনুষ্ঠানের পরপরই খেলা শুরু হবে। ৯ দিন ব্যাপী এ দাবা লিগ আগামী ১৬ই সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত অনুষ্ঠিত হবে। মহিলা দাবা লিগ একটি দলগত দাবা ইভেন্টে। প্রথম মহিলা দাবা লিগের যে দল গুলো অংশগ্রহণ করছে তারা হলোঃ বাংলাদেশ পুলিশ, শাহিন চেস ক্লাব, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব, বাংলাদেশ নৌবাহিনী, তিতাস ক্লাব, শেখ রাসেল চেস ক্লাব, সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব, রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ, সুলতানা কামাল স্মৃতি পাঠাগার ও বসির মেমোরিয়াল চেস ক্লাব। দাবা লিগের খেলা রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী সকল দলকে বাংলাদেশ দাবা ফেডারেশন হতে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। মুজিব বর্ষ ১ম মহিলা দাবা লিগের চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় স্থান অধিকারী দলকে অর্থ পুরস্কার, ট্রফি ও মেডেল প্রদান করা হবে। চ্যাম্পিয়ন দল ৫০,০০০.০০ টাকা, রানার্স-আপ দল ৩০,০০০.০০ টাকা এবং তৃতীয় স্থান প্রাপ্ত দল ২০,০০০.০০ টাকা অর্থ পুরস্কার পাবে। এছাড়াও প্রত্যেক বোর্ডের পারফমেন্সের উপর ভিত্তি করে খেলোয়াড়দের বোর্ড পুরস্কার দেয়া হবে। বিভিন্ন দলের পক্ষে বাংলাদেশের ২জন আন্তর্জাতিক মহিলা ও ৫ জন মহিলা ফিদে মাস্টারসহ দেশের শীর্ষস্থানীয় মহিলা দাবা খেলোয়াড় অংশগ্রহণ করছেন। আগামীকাল (বুধবার) প্রথম রাউন্ডে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ বনাম তিতাস ক্লাব, বাংলাদেশ নৌবাহিনী বনাম শাহিন চেস ক্লাব, শেখ রাসেল চেস ক্লাব বনাম সুলতানা কামাল স্মৃতি পাঠাগার, বাংলাদেশ পুলিশ বনাম বসির মেমোরিয়াল চেস ক্লাব ও সোনালী ব্যাংক ক্রীড়া ও বিনোদন ক্লাব ও উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের মধ্যকার খেলাগুলো অনুষ্ঠিত হবে।
ম্যানহা’স ক্যাসল ফিদে র্যাপিড দাবা প্রতিযোগিতা
ম্যানহা’স ক্যাসল এর আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ম্যানহা’স ক্যাসল ফিদে র্যাপিড দাবা প্রতিযোগিতা আজ (মঙ্গলবার) দিন ব্যাপী ম্যানহা’স ক্যাসল গ্রিন রোডস্থ ভবনের ষষ্ঠ তলায় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, বাংলাদেশ পুলিশের অতিরিক্ত এসপি মোঃ মাহবুবুর রহমান, আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ ও ক্যানিএডট মাস্টার সোহেল চৌধুরী। দিন ব্যাপী ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেছেন। আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ৭ খেলায় ৬ পয়েন্ট পেয়ে শিরোপা জয় করেন। একই পয়েন্ট নিয়ে মোঃ মোতাকাব্বির রানার-আপ হয়েছেন। সাড়ে পাঁচ পয়েন্ট করে নিয়ে তৃতীয় হতে সপ্তম পুরস্কার লাভ করেনঃ অনত চৌধুরী, গিয়াস উদ্দিন আহমেদ, ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমান, ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড় ও ফিরোজ আহমেদ। ১৮০০ হতে ১৯৯৯ রেটিং প্রাপ্তদের মধ্যে পুরস্কার পান মোঃ আব্দুল রউফ,শেখ রাশেদুল হাসান, ক্যান্ডিডেট মাস্টার সাদনান হাসান দিহান, স্বর্নাভো চৌধুরী ও মোঃ মুকিতুল ইসলাম রিপন। ১০০০ হতে ১৭৯৯ গ্রুপে পুরস্কার পান যথাক্রমে মিরাজ উদ্দিন আহমেদ, মোঃ আজমাইন পারভেজ সায়র, মোঃ ইকরামুজ্জামান, সাদাত কিবরিয়া অয়ন ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস। সেরা আন রেটেড পুরস্কার পান মোঃ আজিজুল গাফ্ফার। এ ইভেন্টে ৮০ জন খেলোয়াড় অংশ নেয় এবং বিজয়ীদের নগদ পঞ্চাশ হাজার টাকার অর্থ পুরস্কার দেয়া হয়।
মিডিয়া কমিটি
বাংলাদেশ দাবা ফেডারেশন
Date: 07-09-2021
Press-Release
Mujib Borsho 1st Women’s Chess League-2021
Inauguration ceremony of the Mujib Borsho 1st Women's Chess League 2021, under the auspices of Akij Ceramics and organised by Bangladesh Chess Federation will start on tomorrow (Wednesday) September 8 from 3:00 PM at the Crown-Hall of Asia Hotel & Resorts, 34/1 Topkhana Road (Near Purana Paltan Moor). Jissan Mirza, President of Punak has kindly considered to inaugurate the event as chief guest. Syed Shahab Uddin Shamim, General Secretary of Bangladesh Chess Federation and President FIDE Zone 3.2 and Mr. Abu Jubaid Mohammad Rassel will present as special guests. Anjuman Ara Aksir, Chairman, Women's Committee and Executive Member of Bangladesh Chess Federation will preside over the ceremony. The 9-day chess league will be held till September 16, 2021. The Women's Chess League is a team chess event. The participating teams in the 1st Women's Chess League are: Bangladesh Police, Shahin Chess Club, Uttara Central Chess Club, Bangladesh Navy, Titas Club, Sheikh Russell Chess Club, Sonali Bank Sports and Recreation Club, Rupali Bank Sports Parisad, Sultana Kamal Smirity Pathagar and Basir Memorial Chess Club. Each team will have 4 regular and 2 extra players. The game of chess league will be held in round-robin league system. All participating teams will be provided financial support from the Bangladesh Chess Federation. Money prizes, trophies and medals will be given to the champion, runners-up and third place team of Mujib Borsho 1st Women's Chess League. The champion team will get Taka. 50,000.00, the runners-up team will get Taka. 30,000.00 and the third place team will get Taka 20,000.00. Players will also be given board awards based on the performance of each board. Leading female chess players of the country including 2 international women and 5 women FIDE Masters of Bangladesh are participating for different teams. First round games will start immediately after the inauguration ceremony. 1st round matches are: Rupali Bank Krira Parisad Vs. Titas Club, Bangladesh Navy Vs. Shahin Chess Club, Sheikh Russek Chess Club Vs. Sultana Kamal Smirity Pathagar, Bangladesh Police Vs. Basir Memorial Chess Club and Sonali Bank Sports & Recreation Club Vs. Uttara Central Chess Club.
Manha’s Castle FIDE Rapid Rating Chess Tournament
Manha’s Castle FIDE Rapid Rating Chess Tournament, Organised y Manha’s Castle collaboration with the Bangladesh Chess Federation was held today (Tuesday) at Manha’s Castle Chess Hall-Room, 5th Floor, RH Home Center, 74, Green Road (Near University of Asia Pacific). Inauguration ceremony was held before the games. Syed Shahab Uddin Shamim, General Secretary of Bangladesh Chess Federation inaugurated the event as chief guest. GM Enamul Hossain Razib, IM Abu Sufian Shakil, Md Mahbubur Rahman ASP of Bangladesh Police, IA Md Haroon Or Rashid, CM Sohel Chowdhury were present as special guests in the ceremony and Mr. Lokeman Hosain Mollah Lovlu, President of Manhaz Castle will preside over the ceremony. IM Mohammad Fahar Rahman of Bangladesh Police became unbeaten champion in the event. IM Fahad earned 6 points out of 7 games. Md. Mutakabbir became runner-up with the same points, Anata Choudhury became 3rd, Gias Uddin Ahmed became 4th, FM Syed Mahfuzur Rahman became 5th, CM Manon Reja Neer became 6th and Feroz Ahmed became 7th with 5½ points each. Five players received Rating from 1800 to 1999 categories prizes. They are: Md. Abdur Rauf, Sk. Rashedul Hasan, CM Sadnan Hasan Dihan, Swarnavo Choudhury and Md. Mukitul Islam Ripon, five players received 1000-1799 categories prizes, they are: Md. Miraj Uddin Ahmed, Md. Azmaeen Parvez Sayor, Md Ekramuzzaman, Md Sadat Kibria Ayaan and WCM Jannatul Ferdous. Best un rated player prize goes to Md. Azizul Gaffar. The event was held in a 7 round Swiss-League system. Total 84 players participated and a total fifty thousand taka cash prizes were given to the winners.
Media Committee
Bangladesh Chess Federation