News

07, November 2021


তানভীর মেটালের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মুজিব বর্ষ ফিদে রেটিং দাবা প্রতিযোগিতা-২১০০, অনুর্ধ্ব-২০০০ রেটিং এর অষ্টম রাউন্ডের খেলা শেষে লতিফ ট্রাভেল চেস ক্লাব সিলেটের সনাতন জাহিদ পূর্ণ আট পয়েন্ট করে নিয়ে এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন।

সাত পয়েন্ট করে নিয়ে ৪ জন খেলোয়াড় মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। এরা হলেনঃ খেলাঘর দাবা সংঘ, গোপালগঞ্জের আব্দুল মোমিন, স্পোর্টস বাংলার মোঃ শরীয়তউল্লাহ, লিজেন্ড ফারাজ আয়াজ হোসে চেস ক্লাবের মুকিতুল ইসলাম রিপন ও টাঙ্গাইল চেস ক্লাবের মোঃ আমিনুল ইসলাম। সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে চার জন খেেেলায়াড় মিলিতভাবে তৃতীয় স্থানে রয়েছেন। এরা হলেনঃ ক্যান্ডিডেট মাস্টার মোঃ শওকত বিন ওসমান শাওন, শাওন চৌধুরী, মোঃ হাদিউজ্জামান ও মোঃ আজমাইন পারভেজ সায়র। অষ্টম রাউন্ডের খেলা আজ (শনিবার) জাতীয় ক্রীড়া পরিষদের এনএসসি টাওয়ারের শেখ কামাল অডিটোরিয়ামের লাউঞ্জে অনুষ্ঠিত হয়। রাউন্ডের খেলায় জাহিদ ক্যান্ডিডেট মাস্টার শাওনকে, মোমিন আনিচুজ্জামান জুয়েলকে, আমিনুল মোঃ আরিফুল আমিনকে, শরীয়ত মোঃ শাহিনূর হককে, রিপন মোঃ সিদ্দীকুর রহমানকে, শাওন মোঃ রাসেল হোসেনকে, হাদি এ,বি, বাপ্পীকে ও সায়র মোহাম্মদ শামীমকে পরাজিত করেন। আগামীকাল (রোববার) বেলা ৩-০০ (তিন) টা হতে একই স্থানে নবম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে।
রাউন্ডের খেলা শুরু হবে।

মিডিয়া কমিটি
বাংলাদেশ দাবা ফেডারেশন
 

Sanatan Zahid of Latif Travels Chess Club of Sylhet is now maintaining his solely lead in the points table with maximum 8 points after end of the 8th or penultimate round games of the Mujib Borsho FIDE Rating Chess Tournament 2021, sponsored by Tanvir Metal and organised by Bangladesh Chess Federation is now being held at Sheikh Kamal Auditorium Lounge of the NSC Tower of National Sports Council. Four players are sharing 2nd positions with 7 points each. They are: Abdul Momin of Khelaghar Daba Sangah of Gopalganj, Md. Sariatullah of Sports Bangla, Mukitul Islam Ripon of Legend Faraaz Ayaaz Hossain Chess Team and Md. Aminul Islam of Tangail Chess Club. Four players are sharing 3rd position 6½ points each. They are: CM Shawket Bin Osman Shaon, Shawon Chowdhury, Md Hadiuzzaman and Md Azmaeen Parvez Sayor. 8th round games were held on today (Saturday). In 8th round: Zahid beat CM Shaon, Momin beat Anichuzzaman Jewel, Aminul beat Md. Ariful Amin, Sariat beat Shahinur Haque, Ripon beat Md Siddiqur Rahman, Shawon beat Md Rasel Hossain, Hadi beat A. B. Bappi and Sayor beat Mohammad Shameem. 9th or last round games will start today (Sunday) from 3:00 PM at same venue.

Media Committee
Bangladesh Chess Federation