News

07, May 2024



প্রবীন দাবা খেলোয়াড় লায়লা আলমের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে বেগম লায়লা আলম ফিদে রেটিং মহিলা দাবা চ্যাম্পিয়নশিপের তৃতীয় রাউন্ডের খেলা শেষে ৬ জন খেলোয়াড় পূর্ণ তিন পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এরা হলেনঃ মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা, মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম, নুশরাত জাহান লিজা, তাসনিয়া তারান্নুম অর্পা, নীলাভা চৌধুরী ও দিলার জাহান নূপুর। আড়াই পয়েন্ট করে নিয়ে ৬ জন খেলোয়াড় মিলিতভাবে দ্বিতীয় স্থানে রয়েছেন। এরা হলেনঃ মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস, মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ, মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান, মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলো, অহনা দে।

তৃতীয় রাউন্ডের খেলা আজ (মঙ্গলবার) বিকালে বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। তৃতীয় রাউন্ডের খেলায় নুশরাত জাহান লিজা মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশববুকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার ইশরাত জাহান দিবা মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানাকে, দিলারা জাহান নূপুর মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওমনিয়া বিনতে ইউসুফ লুবাবাকে, তাসনিয়া তারান্নুম অর্পা মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজাকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার কাজী জারিন তাসনিম হামিদা খানকে, নীলাভা চৌধুরী আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদকে, মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌস সুরাইয়া আক্তারকে ও অহনা দে তাশফিয়া তাহসিন প্রিমাকে পরাজিত করেন। মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভার সাথে ও মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন মহিলা ক্যান্ডিডেট মাস্টার নুশরাত জাহান আলোর সাথে ড্র করেন। আগামীকাল (বুধবার) ৩-৩০ (সাড়ে তিন) টা হতে একই স্থানে চতুর্থ রাউন্ডের খেলা শুরু হবে।