News

16, December 2021


স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ৪৬তম জাতীয় দাবা ’বি’ দাবা চ্যাম্পিয়নশিপ - ২০২১
বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ও ম্যাগনাম স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডর পৃষ্ঠপোষকতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ৪৬তম জাতীয় ’বি’ দাবা চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ৬ জন খেলোয়াড় পূর্ণ ২ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছেন। এরা হলেনঃ অনত চৌধুরী, মোঃ আবজিদ রহমান, ক্যান্ডিডেট মাস্টার মনন রেজা নীড়, শফিক আহমেদ, মোঃ মাসুম হোসেন ও আফজাল হোসেন সাচ্চু। দেড় পয়েন্ট করে নিয়ে ১১ জন খেলোয়াড় মিলিতভাকে দ্বিতীয় স্থানে রয়েছেন। এরা হলেনঃ আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন, আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, ফিদে মাস্টার সুব্রত বিশ^াস, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, ক্যান্ডিডেট মাস্টার মাহতাবউদ্দিন আহমেদ, গোলাম মোস্তফা ভূঁইয়া, ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরী, ক্যান্ডিডেট মাস্টার সাদনান হাসান দিহান ও ক্যান্ডিডেট মাস্টার নাইম হক। দ্বিতীয় রাউন্ডের খেলা আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় রাউন্ডের খেলায়ঃ অনত ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিনকে, মাসুম ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেনকে,

সাচ্চু ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীকে, ক্যান্ডিডেট মাস্টার নীড় ফিদে মাস্টার সৈয়দ মাহফুজুর রহমানকে, আবজিদ মোহাম্মদ সাগর উল্লাহকে, শফিক মোঃ মোহাইমেনুল ইসলামকে, আন্তর্জাতিক মাস্টার শাকিল ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়ামকে, ক্যান্ডিডেট মাস্টার তাহসিন মোঃ আরিফুল আমিনকে, ফিদে মাস্টার আুমন ফিদে মাস্টার মোহাম্মদ জাভেদকে, ফিদে মাস্টার পরাগ মহিলা ক্যান্ডিডেট মাস্টার আহমেদ ওয়ালিজাকে, মোস্তফা রানারপ্রতাপ সিংহকে, ক্যান্ডিডেট মাস্টার দিহান মহিলা ফিদে মাস্টার নোশিন আঞ্জুমকে, ক্যান্ডিডেট মাস্টার নাইম আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদকে পরাজিত করেন। ক্যান্ডিডেট মাস্টার সোহেল আন্তর্জাতিক মাস্টার মিনহাজের সাথে ও ক্যান্ডিডেট মাস্টার মাহতাব ফিদে মাস্টার সুব্রত’র সাথে ড্র করেন। তৃতীয় রাউন্ডের খেলা আগামীকাল (শুক্রবার) বেলা ৩-০০ (তিন) টা হতে একই স্থানে শুরু হবে।
মিডিয়া কমিটি
বাংলাদেশ দাবা ফেডারেশন
 

Six players are sharing leads in the points table with maximum 2 points each after 2nd round games in the Golden Jubilee of Independence 46th National 'B' Chess Championship organised by the Bangladesh Chess Federation and powered by Magnum Steel Industries Limited is now being held at Bangladesh Chess Federation hall-room. They are: Anata Choudhury, Md Abzid Rahman, CM Manon Reja Neer, Shafiq Ahmed and Afzal Hossain Sachchu. Eleven players are sharing 2nd position with 1½ points each. They are: IM Mohammad Minhaz Uddin, IM Abu Sufian Shakil, FM Subrota Biswas, CM Tahsin Tajwar Zia, FM Khandaker Aminul Islam, FM Mehdi Hasan Parag, Golam Mostafa Bhuiyan, CM Mahtabuddin Ahmed, CM Sohel Chowdhury, CM Sadnan Hasan Dihan and CM Nayem Haque. 2nd round games were held on today (Thursday). In 2nd round IM Minhaz drew with CM Sohel, Masum beat CM Md Sharif Hossain, Sachchu beat FM Debaraj Chatterjee, CM Mahtab drew with FM Subrota, Anata beat CM Md. Jamal Uddin, CM Neer beat FM Syed Mahfuzur Rahman, Abzid beat Mahammed Sagar Ullah, Shafiq beat Md. Muhimenul Islam, IM Shakil beat CM Ikramul Haq Siam, CM Tahsin beat Md. Ariful Amin, FM Parag WCM Ahmed Walijah, FM Amin beat FM Mohammad Javed, Mostafa beay Rana Pratap Singha, CM Sadnan beat WFM Noshin Anjum and CM Nayem beat WIM Rani Hamid. The third round matches will start tomorrow (Friday) from 3-00 PM at same venue
Media Committee
Bangladesh Chess Federation