News

23, December 2021

বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে ও ম্যাগনাম স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেডর পৃষ্ঠপোষকতায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ৪৬তম জাতীয় ’বি’ দাবা চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন চ্যাম্পিয়ন হয়েছেন। বাংলাদেশ নৌবাহিনীর আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন ও ফিদে মাস্টার ফিদে মাস্টার সুব্রত বিশ^াস ৯ খেলায় সাড়ে ছয় পয়েন্ট করে অর্জন করেন। টাইব্রেকিং পদ্ধতিতে আন্তর্জাতিক মাস্টার মিনহাজ চ্যাম্পিয়ন ও ফিদে মাস্টার সুব্রত রানার-আপ হন। ছয় পয়েন্ট করে অর্জন করেন ৯ জন খেলোয়াড়। টাই- ব্রেকিং পদ্ধতিতে বাংলাদেশ আনসারের ক্যান্ডিডেট মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া তৃতীয়, বাংলাদেশ পুলিশের ক্যান্ডিডেট মাস্টার মনন রোজ নীড় চতুর্থ, বাংলাদেশ পুলিশের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ পঞ্চম, বরিশালের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী ষষ্ঠ, বাংলাদেশ নৌবাহিনীর খন্দকার আমিনুল ইসলাম সপ্তম, সিরাজগঞ্জের ক্যান্ডিডেট মাস্টার নাইম হক অষ্টম ও বাংলাদেশ নৌবাহিনী ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীফ হোসেন নবম হয়ে ৪৬তম জাতীয় দাবার চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পেয়েছেন। ছয় পয়েন্ট পেয়ে অনত চৌধুরী দশম ও গোলাম মোস্তফা ভূঁইয়া একাদশ হয়ে বাদ পড়েছেন। নবম বা শেষ রাউন্ডের খেলা আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। শেষ রাউন্ডের খেলায় ঃ ফিদে মাস্টার সুব্রত ক্যান্ডিডেট মাস্টার তাহসিনকে, মোস্তাফা আন্তর্জাতিক মাস্টার শাকিলকে, ক্যান্ডিডেট মাস্টার শরীফ ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়ামকে, ক্যান্ডিডেট মাস্টার নাইম শফিক আহমেদকে ও ক্যান্ডিডেট মাস্টার সাদনান হাসান দিহান ফিদে মাস্টার সেখ নাসির আহমেদকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার মিনহাজ ক্যান্ডিডেট মাস্টার নীড়ের সাথে, ফিদে মাস্টার পরাগ অনত-র সাথে ও ফিদে মাস্টার আমিন ফিদে মাস্টার দেবরাজওে সাথে ড্র করেন। খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম, ম্যাগনাম স্ট্রিল ইন্ডাট্রিজ লিমিেিটডর জেনারেল ম্যানেজার সেলস ও মার্কেটিং মোহাম্মদ মনির হোসেন, আকিজ সিমেন্ট কোম্পানী লিমিটেডের জেনারেল ম্যানেজার সেলস মোঃ মশিউর রহমান ও গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য কামরুজ্জামান ভূঁইয়া ও আন্তজাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ এ সময় উপস্থিত ছিলেন।

মিডিয়া কমিটি
বাংলাদেশ দাবা ফেডারেশন