News

01, December 2022


সাইফ পাওয়ারটেক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ-২০২২ এর দ্বিতীয় রাউন্ডর খেলায় গত তিনবারের প্রিমিয়ার ডিভিশন দাবা লিগ চ্যাম্পিয়ন বাংলাদেশ পুলিশকে গতবারের রানার্স-আপ সাইফ স্পোর্টিং ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্ট পরাজিত করে শুভ সূচনা করে। দ্বিতীয় রাউন্ডের খেলা আজ (বৃহস্পতিবার) তোপখানা রোডস্থ এশিয়া হোটেল ও রিসোর্টের লেবেল-১১ এর ক্রাউন হলে অনুষ্ঠিত হয়। খেলা শুরুর পূর্বে বাংলাদেশ পুলিশের অবসরপ্রাপ্ত এডিশনাল আইজিপি এবং সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ হাসান প্রধান অতিথি হিসেবে দাবা বোর্ডে চাল দিয়ে দ্বিতীয় রাউন্ডের খেলা উদ্বোধন করেন। বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি ও বাংলাদেশ দাবা ফেডারেশনের যুগ্ম সম্পাদক ড. শোয়েব রিয়াজ আলম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সাইফ স্পোর্টিং ক্লাবের পক্ষে গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, ভারতীয় গ্র্যান্ড মাস্টার এস এল নারায়নান ও ইরানের গ্র্যান্ড মাস্টার ইদানি পোওয়া যথাক্রমে বাংলাদেশ পুলিশ দলের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান, ক্যান্ডিডেট মাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও ভারতীয় গ্র্যান্ড মাস্টার হার্ষা ভারতকোটিকে পরাজিত করেন। বাংলাদেশ পুলিশের ভারতীয় গ্র্যান্ড মাস্টার সন্দিপন চান্দা সাইফ স্পোর্টিং ক্লাবের আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের সাথে ড্র করেন।

তিতাস ক্লাব এ রাউন্ডে ২.৫-১.৫ গেম পয়েন্টে পল্লী সঞ্চয় ব্যাংককে পরাজিত করে। তিতাস ক্লাবের পক্ষে অনত চৌধুরী ও ভারতীয় আন্তর্জাতিক মাস্টার কোস্তভ চ্যাটর্জী যথাক্রমে পল্লী সঞ্চয় ব্যাংকে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ ও জর্জিয়ার গ্র্যান্ড মাস্টার পেন্টসুলাইয়া লিভানকে পরাজিত করেন। পল্লী সঞ্চয় ব্যাংকের রাশিয়ার গ্র্যান্ড মাস্টার রাখমানভ আলেকজান্ডার ও তিতাস ক্লাবের ভারতীয় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ নুবাইরশাহ শেখকে পরাজিত করেন। তিতাস ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার ইকরামুল হক সিয়াম পল্লী সঞ্চয় ব্যাংকের ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়ার সাথে ড্র করেন। বাংলাদেশ বিমান ৩.৫-০.৫ গেম পয়েন্টে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারকে পরাজিত করেন।

বাংলাদেশ বিমানের ভারতীয় দুই গ্র্যান্ড মাস্টার দীপ্তায়ন ঘোষ ও মিত্রভা গুহ এবং ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী যথাক্রমে সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের হাবিবুর রহমান সোহেল, আব্দুল মোমিন ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার জান্নাতুল ফেরদৌসকে পরাজিত করেন। সুলতানা কামাল স্মৃতি পাঠাগারের মোহাম্মদ শামীম বিমানের ক্যান্ডিডেট মাস্টার নাইম হকের সাথে ড্র করেন। শেখ রাসেল চেস ক্লাব ৩-১ গেম পয়েন্টে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবকে পরাজিত করে। শেখ রাসেল চেস ক্লাবের পক্ষে মোঃ আবজিদ রহমান ও ক্যান্ডিডেট মাস্টার মোঃ জামাল উদ্দিন যথাক্রমে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের মোঃ মাছুম হোসেন ও জাবেদ আল আজাদকে পরাজিত করেন। শেখ রাসেল চেস ক্লাবের ভারতীয় ফিদে মাস্টার আরধ্য গার্গ ও ভারতীয় ক্যান্ডিডেট মাস্টার সংকলন শাহ যথাক্রমে উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের ভারতীয় ফিদে মাস্টার আরিয়ান ভার্ষনে ও ভারতীয় আন্তর্জাতিক মাস্টার কুশাগ্রা মোহানের সাথে ড্র করেন।  

লিওনাইন চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদকে পরাজিত করে। লিওনাইনের পক্ষে ফিদে মাস্টার মোহাম্মদ আব্দুল মালেক, ভারতীয় আন্তর্জাতিক মাস্টার মুথাইয়া আল ও ভারতীয় আন্তর্জাতিক মাস্টার হরিকৃষ্ণনান এ রা যথাক্রমের রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের ফিদে মাস্টার রেজাউল হক,  মোঃ সিদ্দিকুর রহমান ও স্বর্নাভো চৌধুরীকে পরাজিত করে। রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদের এ,বি, বাপ্পী লিওনাইন চেস ক্লাবের আসিফ মাহমুদের সাথে ড্র করেন।  এ রাউন্ড ম্যানহা’স ক্যাসেলের বিরতি ছিল। আগামীকাল (শুক্রবার) বিকাল ৩-০০ (তিন) টা হতে এশিয়া হোটেল এন্ড রিসোর্টের ক্রাউন হলে বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন দাবা লিগের তৃতীয় রাউন্ডের খেলা শুরু হবে। খেলাগুলো হচ্ছেঃ রূপালী ব্যাংক ক্রীড়া পরিষদ বনাম সাইফ স্পোর্টিং ক্লাব, উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব বনাম লিওনাইন চেস ক্লাব, পল্লী সঞ্চয় ব্যাংক বনাম শেখ রাসেল চেস ক্লাব, বাংলাদেশ বিমান বনাম তিতাস ক্লাব, ম্যানহা’স ক্যাসেল  বনাম সুলতানা কামাল স্মৃতি পাঠাগার।  বাংলাদেশ পুলিশের এ রাউন্ড বিরতি।


শেখ কামাল প্রথম বিভাগ দাবা লিগ-২০২২ এর দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে বাংলাদেশ নৌবাহিনী, জনাত ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি ও খেলাঘর দাবা সংঘ, গোপালগঞ্জ পূর্ণ ৪ পয়েন্ট করে নিয়ে মিলিতভাবে পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে। দ্বিতীয় রাউন্ডের খেলা আজ (বৃহস্পতিবার) বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। দ্বিতীয় রাউন্ডের খেলায়ঃ বাংলাদেশ নৌবাহিনী ৪-০ গেম পয়েন্টে সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবকে, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি ৪-০ গেম পয়েন্টে শফি উদ্দিন শাহ স্মৃতি সংসদকে, খেলাঘর দাবা সংঘ, গোপালগঞ্জ  ৩-১ গেম পয়েন্টে সাংবাদিক শাহনূর খান স্মৃতি সংসদকে, হামিদ স্পোর্টস একাডেমি ২.৫-১.৫ গেম পয়েন্টে ই-সফট এরিনা চেস ক্লাবকে ও ঢাকা চেস ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে বসির মেমোরিয়াল চেস ক্লাবকে পরাজিত করে। শেখ কামাল প্রথম বিভাগ দাবা লিগের তৃতীয় রাউন্ডের খেলা আগামীকাল (শুক্রবার) বিকাল ৩-০০ (তিন) টা হতে দাবা ক্রীড়া কক্ষে শুরু হবে। তৃতীয় রাউন্ডের খেলাগুলো হলোঃ ই-সফট এরিনা চেস ক্লাব বনাম বাংলাদেশ নৌবাহিনী,ঢাকা চেস ক্লাব বনাম হামিদ স্পোর্টস একাডেমি, খেলাঘর দাবা সংঘ, গোপালগঞ্জ বনাম বসির মেমোরিয়াল চেস ক্লাব, জনতা ব্যাংক অফিসার ওয়েলফেয়ার সোসাইটি বনাম সাংবাদিক শাহনূর খান স্মৃতি সংসদ এবং সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব বনাম শফি উদ্দিন শাহ স্মৃতি সংসদ।

মিডিয়া কমিটি
বাংলাদেশ দাবা ফেডারেশন