News

28, January 2023

ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগের পুরস্কার বিতরনী অনুষ্ঠান আজ (শনিবার) দুপুরে টায় জাতীয় ক্রীড়া পরিষদের পুরাতন ভবনের তৃতীয় তলাস্থ দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত হয়। ওয়ালটন হাই-টেক ইন্ডস্ট্রিজ পিএলসি এর সিনিয়র নির্বাহী পরিচালক জনাব এফ, এম ইকবাল বিন আনোয়ার (ডন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে সভাপত্বি করেন বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাব উদ্দিন শামীম। উপস্থিত ছিলেন বাংলাদেশ দাবা ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য সজল মাহমুদ, আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ ও ওয়ালটন হাই-টেক ইন্ডস্ট্রিজ পিএলসি’র অতিরিক্ত পরিচালক মেহরাব হোসেন আসিফ।

চ্যাম্পিয়ন স্পোর্টস বাংলা পঁচিশ হাজার টাকা অর্থ পুরস্কার, ট্রফি ও মেডেল লাভ করে। রানার্স-আপ দীপালী মেমোরিয়াল ক্লাব, পনেরো হাজার টাকা অর্থ পুরস্কার, ট্রফি ও মেডেল লাভ করে, তৃতীয় স্থান প্রাপ্ত অগ্রনী ব্যাংক লিমিটেড দাবা দল দশ হাজার টাকা অর্থ পুরস্কার, ট্রফি ও মেডেল লাভ করেন। চ্যাম্পিয়ন স্পোর্টস বাংলার পক্ষে অংশগ্রহণ করেনঃ গোলাম মোস্তফা ভূঁইয়া, ভারতের অঙ্কিত রায়, ফিরোজ আহমেদ, ভারতের অভিজ্ঞান ঘোষ, নূরুল ইসলাম ইমন ও মোহাম্মদ আরহান।
রানার্স-আপ দিপালী মেমোরিয়াল চেস ক্লাবের পক্ষে অংশগ্রহণ করেন যথাক্রমে রাসেল শেখ, দেলোয়ার হোসেন, মোঃ শরীয়তউল্লাহ, টুটুল ধর, শেখ মোঃ খায়রুল ইসলাম ও মোহাম্মদ শাকের উল্লাহ। তৃতীয় স্থান প্রাপ্ত অগ্রনী ব্যাংক লিমিটেড দাবা দলের পক্ষে অংশগ্রহণ করেন যথাক্রমেঃ ফরহাদুর ইমাম, ভারতীয় স¤্রাট ঘোরাই, ভারতীয় শুভায়ন কুন্ডু, ক্যান্ডিডেট মাস্টার এস, এম, স্মরন, মোঃ ইমদাদুল হক, মোঃ মনির হোসেন খান।

চ্যাম্পিয়ন স্পোর্টস বাংলা ও রানার্স-আপ দিপালী মেমোরিয়াল ক্লাব ২০২৩ সনের প্রথম বিভাগ দাবা লিগে অংশগ্রহণের সুযোগ পাবে। নয় রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এবারের মার্সেল দ্বিতীয় বিভাগ দাবা লিগে রেকর্ড সংখ্যক ৫২ টি দল অংশগ্রহণ করেন।