News

25, July 2023

এশিয়ান দাবা ফেডারেশনের আর্থিক পৃষ্ঠপোষকতায়, বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে এবং সাউথ এশিয়ান চেস কাউন্সিল, শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়, ইউনিসেফ ও জাগরনী চক্র ফাউন্ডেশনের সহযোগিতায় কক্সবাজারের উখিয়ার শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় ক্যাম্প-৫ এ রোহিঙ্গা স্কুলের শিক্ষকদের দাবা প্রক্ষিণ কর্মসূচী সমাপনী ও দাবা বোর্ড-ঘুঁটি বিতরণ অনুষ্ঠান আজ (সোমবার) অনুষ্ঠিত হয়। অনলাইনে জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসাম আল তাহির। জুমে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ বিশ^ দাবা সংস্থার নির্বাহী পরিচালক গ্র্যান্ড মাস্টার ভিক্টর ভোলোগান, এশিয়ান দাবা ফেডারেশনের নির্বাহী রিচালক ও বিশ^ দাবা সংস্থার প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা আবুন্দো কাস্ট্রো ও বিশ^ দাবা সংস্থার প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা বেরিক বালগাভায়েভ। বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বিশ^ দাবা সংস্থার জোন ৩.২ এর প্রেসিডেন্ট সৈয়দ শাহাব উদ্দিন শামীম। সরাসরি বিশেষ অতিথি হিসেবে শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সংযুক্ত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোঃ আহসান হাবিব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ ও জাগরনি চক্র ফাউন্ডেশনের প্রজেক্টএ ফোকাল মোঃ আবুল কাশেম মজুমদার। রোহিঙ্গা ক্যাম্পের স্কুল সমূহে অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের দাবা খেলা শেখানের জন্য এ প্রশিক্ষণ কর্মসূচী আয়োজনের মূল লক্ষ্য। তিনদিন ব্যাপী এ কর্মসূচীতে প্রশিক্ষণ দিয়েছেন গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, আন্তর্জাতিক দাবা বিচারক মোঃ হারুন অর রশিদ ও ফিদে ট্রেইনার শওকত হোসেন পল্লব। অংশগ্রহনকারী স্কুল শিক্ষকগণ অত্যন্ত আগ্রহ সহকারে এ ইভেন্টে অংশ নিয়েছেন। প্রশিক্ষণ শেষে আজ ৩০ স্কুলের প্রত্যেকটি স্কুল ১০ সেট করে দাবা বোর্ড ঘুঁটি প্রদান করা হয় এ ছাড়া সকলকে দাবা খেলা শেখার ও দাবার আইন-কানুনের বই দেয়া হয়।।


The closing ceremony of the three days Rohingya School Teachers Chess Training under the financial support of Asian Chess Federation, organised by Bangladesh Chess Federation and with the cooperation of the South Asian Chess Council, Office of Refugees and Repatriation Commissioner’s (RRRC), UNICEF and Jagoani Chakra Foundation started today (Tuesday) at Refugee and Repatriation Camp-5, Ukhiya in Cox's Bazar, Bangladesh. Mr. Hisham Al Tahir, General Secretary of Asian Chess Federation was present as chief guest, Executive Director of Asian Chess Federation est on zoom. GM Victor Vologan, Executive Director of FIDE (World Chess Federation), Mr. Abundo Casto, Special Adviser of FIDE President and Executive Director of Asian Chess Federation, Mr. Berik Balgabaev, Advisor of the FIDE President present as special guests on Zoom. Mr. Syed Shahab Uddin Shamim, President FIDE Zone-3.2 & General Secretary of Bangladesh Chess Federation Md. Ahosan Habib, Senior Assistant Secretary, attached to Refugees Relief & Repatriation Commissioner‘s Office (RRRC) of Camp In Charge of Camp-5 was present as special guest. International Chess Arbiter Md. Haroon Or Rashid, Md. Tanvir Rahman Bhuiyan, UNICEF Education Officer, Md. Abul Kashem Mozumder Project Focal of Jagorni Chakra Foundation spoke on the occasion. Total 30 school teacher’s from different 30 Rohingya school camps participated in this training programme. FIDE Trainer GM Enamul Hossain Razib, International Chess Arbiter Md. Haroon Or Rashid and FIDE Instructor Showkat Hossain Pollab gave training on different subjects of how to teach children and school students. At the end of the training. The main objective of organising this training program is to teach the game of chess to the students studying in Rohingya camp schools Total 300 chess boards and pieces distributed of 30 schools, each school received 10 sets of chessboards with pieces and copies of chess books regarding how to learn chess games including its rules.