Tournament

বিজয় দিবস আন্তর্জাতিক উন্মুক্ত দাবা প্রতিযোগিতা-২০২৪

১৬ ডিসেম্বর-মহান বিজয় দিবস! আমাদের গৌরবের, বিজয়ের, আর আনন্দ-অশ্রু-মাখা এক শৌর্যবীর্য ও বীরত্বের অবিস্মরণীয় গৌরবময় দিন। এ উপলক্ষ্যে বাংলাদেশ দাবা ফেডারেশন "বিজয় দিবস আন্তর্জাতিক উন্মুক্ত দাবা প্রতিযোগিতা ২০২৪" এর আয়োজন করেছে। ঢাকা শহরে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতাটি ১৩-২১ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত চলবে। মোট ২০০,০০০/= (দুই লক্ষ্য টাকা) প্রাইজমানি। পরবর্তী পোস্টে বিস্তারিত জানানো হবে।
স্থান: ডাক ভবন, প্লট-ই-১৩/এ
আগারগাঁও, শেরেবাংলা নগর
ঢাকা-১২০৭।
রেজিষ্টেশন লিংক: https://docs.google.com/.../1FAIpQLSepza5Q3Sx.../viewform...
December 16th - Victory Day! A day of unforgettable glory, filled with pride, victory, and tears of joy, representing valor, courage, and heroism. On this occasion, the Bangladesh Chess Federation has organized the "Victory Day International Open Chess Tournament 2024." This competition will run from December 13th to December 21st, 2024 in Dhaka. The total prize money is 200,000 (two hundred thousand) Bangladeshi Taka. Further details will be provided in the next post.
Contact: bdchessfederation@gmail.com